• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পীরগঞ্জে ছিন্নমুল মানুষের সাথে আই পজেটিভের ঈদ উৎসব

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

চেয়ার টেবিলে বসিয়ে দুপুরে একবেলা মাংস ভাত খাওয়ানো হয়েছে প্রায় ১০০ ছিন্নমুল নারী, পুরুষ ও শিশুকে। সমাজের ছিন্নমুল মানুষদের সাথে ঈদ আনন্দ ভাড়াভাগি করতে বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইপজেটিভ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই আয়োজন করেন।

এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইফতেখারুল হক ধ্রুব, পীরগঞ্জ প্রেসক্লারে সভাপতি জয়নাল আবেদিন বাবুল, জেলা খ্রীস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, আই পজেটিভের প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগসহ সংগঠনের সদস্যরা।

আই পজেটিভের প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ জানান, সাধারণ মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে আই পজেটিভ। বৃক্ষ রোপণ, শীত বস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, দরিদ্রদের স্বনির্ভর করতে সহায়তা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন ধরণের প্রতিযোগীতা আয়োজন, স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রচার- প্রসার করা সহ অসহায় মানুষকে নানা ভাবে সাহায্য করে আসছেন তারা।

তিনি আরো বলেন, সমাজের ছিন্নমুল মানুষ যারা কোরবানি দিতে পারেনি বা কোরবানির মাংস খেতে পারেনি, তাদের জন্য প্রতি বছর দুপুরে এক বেলা মাংস ভাতা খাওয়ানোর আয়েজন করেন তারা। মানবিক কাজের অংশ হিসেবে এবারো সেই আয়োজন করা হয়। এতে প্রায় ১০০ জন ছিন্নমুল নারী-পুরুষ ও শিশু অংশ নেয়। তাদের এক বেলা খাওয়াতে পেরে বেশ খুশী আই পজেটিভ পরিবার।

অনেক দিন পর চেয়ার টেবিলে বসে দুপুরে এক বেলা মাংস ভাত খেতে পেরে তৃপ্তির ঢেকুড় তুলেন অনেকে। দোয়া করেন আই পজেটিভের জন্যেও।

Place your advertisement here
Place your advertisement here