• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের স্পিডগান ব্যবহারসহ নানামুখী ব্যবস্থা গ্রহণের ফলে এবার জনগণের ঈদ যাত্রা ছিল নিরাপদ ও স্বস্তিদায়ক। 

বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পুলিশের নানা ব্যবস্থা গ্রহণের ফলে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকে। সাধারণত ওভারস্পিড সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত।

পুলিশ সদর দফতর জানায়, গত ১৩ থেকে ১৮ জুন পর্যন্ত দেশের বিভিন্ন মহাসড়ক ও সড়কের ৫৫৬টি স্থানে স্পিডগান ব্যবহার করেছে পুলিশ। একই সময়ে ওভারস্পিডের কারণে এক হাজার ৪৫৮টি প্রসিকিউশন হয়েছে। ঐ সময়ে গণপরিবহন ব্যতীত অন্যান্য পরিবহনে যাত্রী পরিবহন করায় ৫৮৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এ ছাড়া পুলিশ দুই হাজার ১৪টি স্থানে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময়ে মোট সাত হাজার ১০২টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা হ্রাস, জনগণের নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচল অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

Place your advertisement here
Place your advertisement here