• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

ফিলিস্তিনি আইনপ্রণেতাকে গ্রেফতার করলো ইসরায়েলি বাহিনী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরজুড়ে অভিযান চালিয়ে অন্তত ৪০ ফিলিস্তিনি পুরুষ ও তরুণসহ বিশিষ্ট ফিলিস্তিনি আইনপ্রণেতা আজম সালহাবকে হেবরনে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। রামাল্লার কাছে এই অভিযান চালায় ইসরায়েল। 

ইসরায়েলে কয়েক মাস প্রশাসনিক আটক থেকে মুক্তি পাওয়ার কয়েকদিন পরেই ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য সালহাবকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৭ হাজার ৫৯৮ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৮৬ হাজার ৩২ জন

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ইসরায়েলি মিডিয়ায় দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি। 

Place your advertisement here
Place your advertisement here