• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

জাহানারা বিশ্বকাপের টিম অফ দ্যা টুর্নামেন্ট

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল শেষ হয়েছে রোববার। এরপরই বিশ্বকাপের টিম অফ দ্যা টুর্নামেন্ট ঘোষণা করেছে আইসিসি। তাতে দ্বাদশ খেলোয়াড় হিসেবে নাম রয়েছে বাংলাদেশের মিডিয়াম পেসার জাহানারা আলম।

এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায় বাংলাদেশ। দারুণ সম্ভবনা নিয়ে গেলেও একেবারে হ-য-ব-র-ল পারফর্মেন্স করেছে টাইগ্রেসরা। গ্রুপ পর্বের সবকয়টি ম্যাচ হেরে বিদায় নিয়েছে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কেড়েছেন মিডিয়াম পেসার জাহানারা আলম। সদ্য প্রকাশিত আইসিসির টিম অফ দ্যা টুর্নামেন্টে দ্বাদশ সদস্য হিসাবে দলে জায়গা পেয়েছেন তিনি।

বিশ্বকাপের ৪ ম্যাচে ১০.১৬ গড়ে ৬ উইকেট নেন জাহানারা আলম। ওভারপ্রতি ৫.০৮ রান দেন এই ২৫ বছর বয়সী মিডিয়াম পেসার। ২১ রানে ৩ উইকেট তার সেরা বোলিং ফিগার।

ইংল্যান্ডকে হারিয়ে আসরে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। অজি দলের অ্যালিসা হিলি পেয়েছেন টুর্নামেন্ট সেরার তকমা।

আইসিসি প্রকাশিত টিম অফ দ্যা টুর্নামেন্টের নেতৃত্ব ভারতের হারমানপ্রীত করের কাঁধে। উইকেটরক্ষক হিসাবে আছেন ইংল্যান্ডের অ্যামি জোন্স। ১২ সদস্যের দলে ৩ জন করে ইংলিশ ও ভারতীয়, ২ জন অজি, ১ জন করে নিউজিল্যান্ড, উইন্ডিজ, পাকিস্তানি ও বাংলাদেশী।

প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্টঃ অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া)

টিম অফ দ্যা টুর্নামেন্টঃ

অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), স্মৃতি মন্দনা (ভারত), অ্যামি জোন্স (ইংল্যান্ড, উইকেটরক্ষক), হারমানপ্রীত কর (ভারত, অধিনায়ক), দেন্দ্রা ডটিন (উইন্ডিজ), জাভেরিয়া খান (পাকিস্তান), এলিস পেরি (অস্ট্রেলিয়া), লেই ক্যাসপার্ক (নিউজিল্যান্ড), আনিয়া শ্রুবসোল (ইংল্যান্ড), ক্রিস্টি গর্ডন (ইংল্যান্ড), পুনম জাদব (ভারত)।

দ্বাদশ সদস্যঃ জাহানারা আলম (বাংলাদেশ)।

Place your advertisement here
Place your advertisement here