• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

নারীদের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ফাইনালে ইংল্যান্ডকে ৮ উইকেটে গুঁড়িয়ে দিয়ে শিরোপা উঁচিয়ে ধরে অজি নারীরা।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ে ঝাঁজ থাকে সবসময়ই। তা হোক পুরুষ বা নারী দল। হোক ক্রিকেট বা ফুটবল। তবে টি-টোয়েন্টির ফাইনালে অস্ট্রেলিয়ার সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ইংলিশ নারীরা। এক পেশে ম্যাচে ২৯ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।

টস জিতে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভারও খেলতে পারেনি ইংল্যান্ড। ১৯ ওভার ৪ বলে ১০৫ রানে অলআউট হয় তারা। ওপেনার ড্যানিয়েল ওয়াট ৩৭ বলে করেন ৪৩ রান, এবং অধিনায়ক নাইট করেন ২৮ বলে ২৫ রান।

অস্ট্রেলিয়ার অফস্পিনার অ্যাশলি গার্ডনার বল হাতে রীতিমত আতঙ্ক ছড়িয়েছেন। ৪ ওভারে ২২ রান খরচায় ৩টি উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নেন মেগান স্কাট আর জর্জিয়া ওয়েরহাম।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি আর বেথ মুনি গড়েন ২৯ রানের জুটি। ২০ বলে ২২ রান করে হিলি ফিরলে ভাঙে এই জুটিটি। এরপর মুনিও ফিরে যান ১৪ করে।

তবে বোলিংয়ের পর ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন অ্যাশলি গার্ডনার। ২৬ বলে ৩৩ রানের ইনিংস খেলে অপরাজিত থেকেই ম্যাচ শেষ করেন। অধিনায়ক ম্যাগ লেনিং অপরাজিত ছিলেন ৩০ বলে ২৮ রানে।

Place your advertisement here
Place your advertisement here