• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

উত্তেজনাকর ম্যাচে বার্সা-আতলেতিকো ড্র

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে উসমান দেম্বেলের গোলে স্বস্তির ড্রয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি। আতলেতিকোর মাঠে শনিবার রাতের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

প্রথমার্ধে বল দখলে একচেটিয়া এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু আতলেতিকোর রক্ষণাত্মক ফুটবলের সামনে কোনো সুবিধাই করতে পারেনি অতিথিরা। বিরতির আগে গোলের উদ্দেশে নেয়া একমাত্র শটটি ছিল স্বাগতিকদের, সেটা যদিও ছিল লক্ষ্যভ্রষ্ট।

 

1.উত্তেজনাকর ম্যাচে বার্সা-আতলেতিকো ড্র

পাল্টা আক্রমণে ৫৯তম মিনিটে ম্যাচের প্রথম সুযোগটি পায় আতলেতিকো। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা অঁতোয়ান গ্রিজমানের কাট ব্যাকে ছোট ডি-বক্সে বলে পা লাগিয়েছিলেন জেরার্দ পিকে। তারপরও সুযোগ ছিল দিয়েগো কস্তার সামনে; কিন্তু পা লাগাতেই পারেননি স্প্যানিশ এই ফরোয়ার্ড।

খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় আতলেতিকো। ডান দিক থেকে গ্রিজমানের কর্নারে বল দূরের পোস্টে পেয়ে হেডে জালে পাঠান কস্তা।

 

2.উত্তেজনাকর ম্যাচে বার্সা-আতলেতিকো ড্র

টানা দ্বিতীয় হারের শঙ্কায় পড়ে যাওয়া বার্সেলোনা ৯০তম মিনিটে পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। ডি-বক্সে মেসির পাস পেয়ে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে শট নেন দেম্বেলে। বল গোলমুখে ফরাসি ডিফেন্ডার লুকা এরনদেঁজের পায়ে লেগে জালে জড়ায়।

১৩ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।

২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা সেভিয়া। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ১৩ ম্যাচ খেলা আলাভেস। ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে এস্পানিওল।

Place your advertisement here
Place your advertisement here