• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বাংলাদেশকে পাঁচ শতাধিক রানের লক্ষ্য দিল ভারত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

তৃতীয় দিনের খেলা প্রায় তিন ঘণ্টা গড়িয়ে গেলেও ভারতের একটির বেশি উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ। বোলারদের নির্বিষ বোলিংয়ের সুযোগ নিয়ে স্বাগতিকরা এরই মধ্যে পেয়েছে পাঁচ শতাধিক রানের লিড। সফরকারীদের রানের চাপায় পিষ্ট করে ৫১৫ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা। প্রতিবেদন লেখা পর্যন্ত চেন্নাই টেস্টের তৃতীয় দিনে টিম ইন্ডিয়া উইকেটে ২৮৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে। শুভমান গিল ১৩৩ বলে ১১ চার ছক্কায় ১১৩ লোকেশ রাহুল ১৯ বলে ৪টি চারে ২২ রানে অপরাজিত থাকেন।

ভারতের প্রথম ইনিংসে ৩৭৬ রানের জবাবে মাত্র ১৪৯ রানেই অলআউট হয় বাংলাদেশ। সফরকারীদের চেয়ে ২২৭ রানে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে ফলোঅন করায়নি স্বাগতিকরা।

শনিবার উইকেটে ৮১ রান নিয়ে ভারত তৃতীয় দিনের খেলা শুরু করে। পেসার স্পিনাররা কেউই টাইগারদের সাফল্য এনে দিতে পারেননি। মেহেদী হাসান মিরাজকে দুটি ছক্কা মেরে ফিফটি তুলে নেন গিল। পরে মিরাজের বলে এক রান নিয়ে টেস্ট ক্যারিয়ারে নিজের ১২তম ফিফটি তুলে নেন পান্ট। ঘরের মাঠে খেলা টেস্টের ৮টিতেই তিনি কমপক্ষে ৫০ রানের ইনিংস খেলেছেন।

ব্যক্তিগত ৭২ রানে পান্ট জীবন পান। সাকিব আল হাসানের বলে স্লগ সুইপ করতে গেলে বল শূন্যে উঠে যায়। লং অনে অতি সহজ ক্যাচ নিতে ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে এই উইকেটরক্ষক ব্যাটার ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরির দেখা পান। এরপর মেহেদী হাসান মিরাজের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরার আগে ১২৮ বলে ১৩ চার ৪টি ছক্কায় ১০৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন পান্ট। চতুর্থ উইকেটে তিনি গিলের সঙ্গে ১৬৭ রানের গড়েন।

পার্ট টাইম বোলার মুমিনুল হকের হাতে যখন বল তুলে দেওয়া হল, সেঞ্চুরি থেকে তখন মাত্র রান দূরে শুভমান গিল। স্ট্রাইকিং প্রান্তে থাকা লোকেশ রাহুল এক্সট্রা কভারে বল ঠেলে দিয়েই রানের জন্য দৌড়ান। রান আউটের শঙ্কার মাঝে পড়লেও সাকিবের বাজে থ্রোতে বল উইকেটরক্ষক লিটন দাসের মাথার উপর দিয়ে যায়। সুযোগ কাজে লাগিয়ে পঞ্চম টেস্ট সেঞ্চুরি আদায়ে তিনি ভুল করেননি।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে শূন্য রানে আউটের পর দ্বিতীয় ইনিংসে শতক পাওয়া প্রথম ব্যাটার গিল। টেস্টে ভারতের আরো আট ব্যাটার প্রথম ইনিংসে ডাক মারার পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন।

লোকেশ রাহুলের সঙ্গে অল্প সময়ে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন গিল। এরপর ভারতের অধিনায়ক রোহিত শর্মা ইনিংস ঘোষণার সংকেত দেন। টাইগারদের হয়ে মিরাজ দুটি উইকেট পান। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং নাহিদ রানা।

Place your advertisement here
Place your advertisement here