• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ক্রিকেটের বাইশ গজে ভারত-পাকাস্তানের লড়াই মানেই অন্যরকম উন্মাদনা। বৈশ্বিক কিংবা বিশেষ কোনো টুর্নামেন্ট ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দলের মুখোমুখি লড়াই সেভাবে দেখা যায় না। স্বাভাবিকভাবেই এসব টুর্নামেন্টকে পাখির চোখ করে রাখে ক্রিকেটপ্রেমীরা।

যদিও দুই দলের বর্তমান ক্রিকেটারদের মধ্যে এই লড়াইটা এখন আগের মতো উত্তেজনা না ছড়ালেও সাবেকরা এখনও জিইয়ে রেখেছেন। যার প্রমাণ মিললো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেটেও। 

ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো হওয়া এই আসরে ফাইনালে পা রেখেছে ভারত ও পাকিস্তান। শনিবার রাত ১০টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবেন ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।

এর আগে ৬ দলের প্রতিযোগিতায় ৫ ম্যাচে ৪ জয়ে সেমিফাইনালে পা রাখে পাকিস্তান। অন্যদিকে ৫ ম্যাচে ২ জয় নিয়ে সেমিতে উঠলেও টেবিল টপার অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রেখেছে ভারত।

শুক্রবার প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১৯৯ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় পাকিস্তানের সাবেকরা। জবাবে ১৭৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে ভারতীয় ব্যাটাররা। ২৮ বলে ৫ ছক্কা ও ৪ চারে ৫৯ রান করেছেন যুবরাজ সিং। রবিন উথাপ্পার ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৬৫ রান। পাঠান ব্রাদার্স ইউসুফ ও ইরফান দু’জনেই পেয়েছেন ফিফটির দেখা। তাতে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২৫৪ রান। 

জবাবে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৬৮ রানে থেমেছে অজিদের ইনিংস। ফিফটির দেখা পায়নি অজিদের কোনো ব্যাটার। দলীয় সর্বোচ্চ ৪০ রান করেছেন টিম পেইন। ৮৬ রানের বিশাল জয়ে ফাইনালে পা রেখেছে ভারত। যেখানে তাদের অপেক্ষায় পাকিস্তান। 

এর আগে গ্রুপ পর্বে দু’দলের দেখায় ভারতকে হারিয়েছিল পাকিস্তান। তাই এই ম্যাচটি ভারতের জন্য প্রতিশোধেরও।

Place your advertisement here
Place your advertisement here