• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

তারকা ফুটবলারকে ছাড়াই নামছে ইংল্যান্ড

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নক আউট পর্বে অনেকটাই সহজ ড্রয়ে কিছুটা স্বস্তিতে ইংল্যান্ড। তবে দলটির ম্যানেজার গ্যারেথ সাউথগেট এটাকেই হুমকি হিসেবে দেখছেন। এছাড়া দলের পারফরম্যান্সে সমর্থকদের বেশ ক্ষিপ্ত। যা কাটানো এখন তার মূল চ্যালেঞ্জ।

রোববার জেলসেনকার্চেনে স্লোভাকিয়ার বিপক্ষে নক আউট পর্ব শুরু করার সময় সাউথগেটের দলের লক্ষ্য থাকবে ১৪ জুলাই বার্লিনের ফাইনাল। এই ম্যাচে জিততে পারলে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড।

এমন ম্যাচে চেলসি তারকা কোল পালমারকে ছাড়াই একাদশ সাজিয়েছে ইংল্যান্ড। নিজেদের সবশেষ ম্যাচে বদলি হিসেবে নেমেও দারুণ খেলেছিলেন তিনি। কিন্তু তবুও কোচের মন জয় করতে পারেননি তিনি। তবে দলে সুযোগ পেয়েছেন ম্যান ইউনাইটেড তারকা কোবি মাইনো।

স্লোভাকিয়ার বিপক্ষে ছয় ম্যাচের দেখায় এখনও পর্যন্ত হারের মুখ দেখেনি ইংল্যান্ড। পাঁচটি জয়ের বিপরীতে ড্র করেছে একটি ম্যাচে।

ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড, কাইল ওয়াকার, জন স্টোনস, মার্ক গুয়েহি, কিয়েরান ট্রিপিয়ার, ডেকলান রাইস, কোবি মাইনো, বুকায়ো সাকা, জুদ বেলিংহ্যাম, ফিল ফোডেন, হ্যারি কেইন

স্লোভাকিয়ার একাদশ: মার্টিন দুবরাভকা, পিটার পেকারিক, ডেনিস ভাভরো, মিলান স্ক্রিনিয়ার, ডেভিড হাংকো, স্তানিস্লাভ লোভোতকা, জুরাজ কুচকা, অন্দ্রে দুদা, ইভান শ্রাঞ্জ, লুকাস হারাসলিন, ডেভিড স্ট্রেলেক।

Place your advertisement here
Place your advertisement here