• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

বিতর্কিত আম্পায়ারিং নিয়ে যা বললেন হৃদয়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে কখনো টি-২০ ফরম্যাটে জয় পায়নি বাংলাদেশ। গতকাল (সোমবার) পরাজয় এসেছে একেবারে তীরে গিয়ে, ৪ রানের ব্যবধানে। ম্যাচটির শেষদিকে ছিল বিতর্কিত আম্পায়ারিংয়ের ছাপ।

এদিন বাংলাদেশ ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে ওটনিয়েল বার্টমানের বল মাহমুদউল্লাহ রিয়াদের প্যাডে লেগে বাউন্ডারি পার হয়ে যায়। এর আগেই সেই বলে এলবিডব্লিউর আবেদন হলে আম্পায়ার স্যাম নগাজস্কি তাতে সাড়া দেন।

যদিও পরে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিয়াদ রিভিউ নিলে দেখা যায় সেটি নট আউট। টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি আঘাত করত লেগ স্টাম্পেরও বেশ বাইরে। তবে আম্পায়ার আগেই আউট দিয়ে দেওয়ায় আইসিসির নিয়ম অনুযায়ী সেই ৪ রান যোগ হয়নি স্কোরবোর্ডে।

শেষ পর্যন্ত ওই রানেই হারতে হয়েছে টাইগারদের। ম্যাচ শেষে বিতর্কিত আম্পায়ারিং নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা তাওহীদ হৃদয় বলেন, ‘সত্যি বলতে এটা গুড কল ছিল না। ম্যাচটা টাইট ছিল। আম্পায়ার আউট দিয়ে দিলেন।’

এরপর তিনি বলেন, ‘আমাদের জন্য এটি মেনে নেয়া কঠিন। ওই ৪ রান হলে ম্যাচের দৃশ্য বদলে যেত। ওই ৪টা রান আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আম্পায়ারও মানুষ, ভুল হতেই পারে। এ নিয়ে আমার আর কিছু বলা ঠিক হবে না।’

আম্পায়ারিংয়ে উন্নতির কথাও বললেন হৃদয়, ‘নিয়ম তো… আইসিসি কী করেছে এটা তো আমার হাতে নেই। কিন্তু আরো ২-১টা ওয়াইড দেয়নি। এমন ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে না, লো স্কোরিং ম্যাচ। সে জায়গায় ১-২ রান অনেক বড় ফ্যাক্ট।’

Place your advertisement here
Place your advertisement here