• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

ডাচদের বোলিং তোপে নেপালের মামুলি সংগ্রহ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

টি-২০ বিশ্বকাপের নবম আসরের সপ্তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে নেপাল ও নেদারল্যান্ডস। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে মামুলি সংগ্রহ পেয়েছে নেপাল। ডাচদের বিরুদ্ধে ব্যাট হাতে প্রতিরোধই গড়তে পারেনি এশিয়ার দলটি।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ১৯.২ ওভারে ১০৬ রানে গুটিয়ে গেছে নেপাল। 

আজ টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চাইতে ৩০ মিনিট দেরিতে ম্যাচটি শুরু হয়। নেপালের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কুশল ভুর্টেল ও আসিফ শেখ।

দলীয় ১৫ রানের মাঝেই দুই ওপেনার সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেট জুটিতে ২৫ রান যোগ করেন আনিল শাহ ও রোহিত পাউডেল। তবে ১১ রানে অনিল ফিরলে আবার ধাক্কা খায় দলটি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নেপালের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক রোহিত। এছাড়া করন ১৭ ও গুলশান ১৪ রান করেন। ডাচদের হয়ে প্রিঙ্গল ও ভ্যান বিক তিনটি এবং ভ্যান মিকিরিন ও ডি লিড দুটি করে উইকেট নেন।

Place your advertisement here
Place your advertisement here