• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বল হাতে আমেরিকাকে চাপে ফেলেছে বাংলাদেশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মে ২০২৪  

Find us in facebook

Find us in facebook

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে আজ স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগেই সিরিজ হারা টাইগাররা প্রথমবার আইসিসির সহযোগী কোনো দেশের কাছে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে লড়ছে। যেখানে বল হাতে শুরুটা ভালোই করেছে তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সংগ্রহ ১৩ ওভারে পাঁচ উইকেটে ৬২ রান।

শনিবার হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ম্যাচে একাদশে ঢুকেছেন লিটন দাস ও হাসান মাহমুদ। বাদ পড়েছেন জাকের আলী অনিক ও শরিফুল ইসলাম।

যুক্তরাষ্ট্রের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন শয়ন জাহাঙ্গীর ও আন্দ্রিয়াস গৌস। শুরুটা ভালোই করেন তারা। ২৭ রান করা গৌসকে ফিরিয়ে ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব। পরের ওভারেই ১৮ রান করা শয়নকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান।

অল্প সময়ে দুই উইকেট হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি যুক্তরাষ্ট্র। তিনে নামা নিতিশ কুমার আউট হন ৩ রানে। তাকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট শিকার করেন মুস্তাফিজ। অধিনায়ক অ্যারন জোনসকে ২ রানের বেশি করতে দেননি তানজিম সাকিব।

রিশাদের বলে পরাস্ত হয়েছেন ৭ রান করা মিলিন্দ কুমার। কোরি অ্যান্ডারসন ও জশদ্বীপ সিং এখন ব্যাট হাতে লড়ছেন।

Place your advertisement here
Place your advertisement here