• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

ক্রিকেটার না হলে যে পেশায় থাকতেন তানভীর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মে ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বিশ্বকাপে অংশ নিতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছে বাংলাদেশ। দলের সঙ্গে সেখানে গেছেন বাঁহাতি ফিঙ্গার স্পিনার তানভীর ইসলামও। সবকিছু ঠিক থাকলে হয়তো দেশের হয়ে প্রথম বিশ্বকাপ খেলতে পারেন তিনি। 

আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবারও একটি ভিডিও প্রকাশ করেছে তারা। এই পর্বে কথা বলেছেন ২৭ বছর বয়সী স্পিনার তানভীর। সেখানে তিনি জানিয়েছেন, খেলোয়াড় না হলে প্যারামেডিকেল, সাধারণ শিক্ষা, ডেন্টালে না হলে পুলিশ হতেন।

তাহলে ক্রিকেটে যাত্রা কীভাবে? এ নিয়ে তানভীর বলেন, ‘আমার বাবা-মা সবাই ঢাকায় চাকরি করত। নানুও সরকারি চাকরি করত। কিন্তু মাসশেষে তার কাছে আমার আবদার থাকতো ক্রিকেটের ব্যাট-বল স্টাম্পসহ কিনে দিতে হবে। ছোটবেলায় অনেক বড়দের সাথে খেলেছি। কারণ আমার বল-ব্যাট ছিল এবং তারা আমাকে নিতো অংশগ্রহণের জন্য।’

তিনি আরো বলেন, ‘আমার আব্বু আমাকে দুই এক বছর সময় দিয়ে বলে এখানে কিছু না হলে আবার এই পেশায় ফিরে এসো। তার পছন্দ ছিল প্যারামেডিকেল, সাধারণ শিক্ষা, ডেন্টাল বা পুলিশের কিছু একটা।’

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০তে অভিষেক হয় তার। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে দলে থেকে বিশ্বকাপের দলেও জায়গা করে নিয়েছেন।

Place your advertisement here
Place your advertisement here