• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

এক উইকেট হারিয়ে লিড নিয়েছে বাংলাদেশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ নিউজিল্যান্ড। বর্তমানে তৃতীয় দিনের তৃতীয় সেশনে ব্যাট করছে টিম টাইগার্স। যেখানে শুরুতেই এক উইকেট হারিয়ে লিড নিয়েছে স্বাগতিকরা।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ১৫ রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ১৭২ নিউজিল্যান্ড করেছে ১৮০ রান। বাংলাদেশের লিড ১৫ রান।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মাহমুদুল হাসান জয় জাকির হাসান। তবে ম্যাচের শুরুতেই উইকেট বিলিয়ে দেন জয়। অ্যাজাজ প্যাটেলের ঘূর্ণিতে রানেই থামেন ডানহাতি ব্যাটার।

তার বিদায়ে উইকেটে আসেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন জাকির।

জাকির ১৬ শান্ত ১৫ রানে ব্যাটিং করছেন।

এর আগে বৃষ্টি বাধায় লাঞ্চের পর ব্যাটিংয়ে নামেন কিউইরা। এদিন টাইগারদের চেয়ে ১১৭ রানে পিছিয়ে থেকে উইকেটে আসেন ড্যারিল মিচেল গ্লেন ফিলিপস। উইকেটে এসেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তারা। তবে জুটিতে আঘাত হানেন নাঈম হাসান।

নাঈমের আঘাতে ভেঙে যায় মিচেল-ফিলিপসের ৪৯ রানের জুটি। এরপর ক্রিজে আসেন মিচেল স্যান্টনার। তবে থিতু হওয়ার আগেই নাঈমের বলে সোহানের তালুবন্দী হন ব্যাটার।  এরপর ক্রিজে এসে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি মিচেল স্যান্টনার () কাইল জেমিসন (২০)

অন্যপ্রান্তে ব্যাট হাতে টাইগার বোলারদের তোপ সামলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধ শতক তুলে নেন ফিলিপস। সুযোগ ছিল তিন অংকের ম্যাজিক ফিগার ছোঁয়ার। কিন্তু শরিফুলের পেসে পরাস্ত হয়ে ৮৭ রানে সাজঘরে ফেরেন তিনি। তার বিদায়ে রান লিড নিয়েই গুটিয়ে গেছে ব্ল্যাক ক্যাপসরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন তাইজুল ইসলাম মেহেদী হাসান মিরাজ।

Place your advertisement here
Place your advertisement here