• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

নেইমারের বার্সেলোনায় ফেরা সময়ের ব্যাপার মাত্র!

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

পিএসজিতে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে কখনও রিয়াল মাদ্রিদ কিংবা কখনও বার্সেলোনা যাওয়ার গুঞ্জন নেইমারের। কিন্তু কখনই তা ভিত্তি পায়নি। কিন্তু এবারে বার্সেলোনায় যাওয়াটা আর গুঞ্জন নয়। খোদ বার্সেলোনাই ফেরত চায় নেইমারকে।

বার্সেলোনার শীর্ষ কর্মকর্তাদের একজন নেইমারের ফিরে আসা নিয়ে সম্প্রতি কথা বলেছেন। এরপরেই নড়েচড়ে বসেছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো। কেননা, এর আগে বার্সেলোনায় ফেরা নিয়ে বেশ কিছু সংবাদ প্রকাশ হলে বার্সেলোনা নেতিবাচক মনোভাবই দেখিয়েছে ব্রাজিলিয়ান সেনসেশনকে ঘিরে। তবে সম্প্রতি মত বদলেছে ক্লাবটির পরিচালনা বিভাগ। বার্সেলোনা পরিচালক পেপ সেগুরা কয়েকদিন আগে বলেছেন, ‘আমরা বিশ্বাস করি ওই অপমানের পরও (নেইমারের বার্সেলোনা ছেড়ে যাওয়া), যদি নেইমারকেই দলের দরকার হয় তবে তাকে আনা হবে।’

নেইমারও যে বার্সেলোনার মায়া কাটাতে পারেননি তা বোঝা যায় তার বিভিন্ন কর্মকাণ্ডে। কেননা, সুযোগ পেলে তিনি ঘুরে আসেন স্প্যানিশ শহরটি থেকে। এছাড়া দু'একবার গিয়েছেন পুরনো ক্লাবটির বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতেও। কাছের বন্ধুদের দিয়ে ক্লাবের কর্মকর্তাদের জানিয়েছেন, তিনি ফিরতে চান। অন্যদিকে সামনে মৌসুমে পিএসজি থেকে নেইমারকে নিয়ে আসার পথও খোলা। পিএসজির সঙ্গে নেইমারের চুক্তিতে রয়েছে, ২০১৯ মৌসুমে কেউ যদি ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে নেইমারকে দলে ভেড়াতে পারে তবে সুযোগ থাকছে সবার জন্যই। যেহেতু রিয়াল মাদ্রিদও নেইমারকে চায় তাই সামনে মৌসুমে নিজেদের আধিপত্য ধরে রাখতে বার্সেলোনাও নেইমারকে দলে ফেরাতে কোনো কার্পণ্য করবে না।

নেইমার চলে যাওয়ার পর তার শূন্যস্থান পূরণ করতে পারেনি বার্সেলোনা। আর তাই আবারো সে ফিরতে চাইলে নিজেদের নেতিবাচক সিদ্ধান্তে অটল থাকছে না ক্লাবটি। বার্সা মাঝমাঠের তারকা কার্লেস অ্যালেনা বলেন, ‘দিন শেষে নেইমার বিশ্ব সেরাদের একজন এবং সে যদি ফিরতে চায়, কেউই বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু সিদ্ধান্ত তার। সে ফিরে এলে আমাদের খুব ভালো লাগবে। সে অসাধারণ খেলোয়াড়, অনন্য প্রতিভার অধিকারী। সে এলে বার্সেলোনা ও আমাদের সবারই উন্নতি হবে।’

Place your advertisement here
Place your advertisement here