• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

উন্নত চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন ক্রিকেটার চামেলি

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্য চামেলি খাতুন উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার ভারতে যাচ্ছেন। চামেলির বোনের মেয়ে মুশফিকা রোজী বিষয়টি নিশ্চিত করেছেন।

মুশফিকা রোজী জানান, দুপুর ১টায় তাদের ফ্লাইট ভারতের উদ্দেশ্যে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাবে।

পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় বাংলাদেশ আনসার বাহিনীর কর্মী ক্রিটেকার চামেলি খাতুন (৩২) শয্যাশায়ী ছিলেন।

রাজশাহীতে তার নিজ বাড়িতে অনেকটা বিনা চিকিৎসায় ছিলেন তিনি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে চামেলিকে ঢাকায় আনা হয়।

চামেলি খাতুন বলেন, আমি আবার সুস্থ হয়ে দেশের জন্য ক্রিকেট খেলতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যেন আমি আবার মাঠে খেলতে পারি।

চামেলির ভাগ্নি মুশফিকা রোজী জানান, নিটোরে চিকিৎসা করাতে কোনো টাকা লাগেনি তাদের। সামান্য কিছু খাবারের বিল বাকি ছিল। সেই বিলের কাগজপত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে গেছে।

নিটোর হাসপাতালে চামেলি অস্ত্রোপচার করাতে না চাওয়ায় তাকে ভারতে পাঠানো হচ্ছে। ভারতের নারায়ণা হাসপাতালে চামেলির এ অস্ত্রাপচার করতে খরচ হবে পাঁচ লাখ টাকা। চামেলির সঙ্গে তার পরিবারের দুজন সদস্য ভারত যাচ্ছেন। তাদের পুরো খরচ প্রধানমন্ত্রীর নির্দেশে বিসিবি বহন করছে বলে চামেলি জানান।

Place your advertisement here
Place your advertisement here