• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

‘এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই’

দৈনিক রংপুর

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

মুমিনুল হক চট্টগ্রামে তার ষষ্ট শতক পেয়ে গেলেন। ক্যারিয়ারের আট শতকের ছয়টিই এই মাঠে। হাঁকাতে পারেননি একটি অর্ধশতকও। যখনই চট্টগ্রামের মাঠে নামেন সব অর্ধশতকই পরিণত করেছেন শতকে। কক্সবাজারের ছেলে মুমিনুল ঘরের মাঠ পেলেই দারুণ ছন্দে থাকেন। দিন শেষে তারপরেও আক্ষেপে পুড়ছেন তিনি।

প্রথম দিনের খেলা শেষ হলে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন মুমিনুল। শুরুতেই প্রশ্ন আসে ঘরের মাঠে এমন সাফল্যের রহস্য কি? জবাবে তিনি বলেন, ‘জানিনা হয়তো আল্লাহ্‌র রহমত আছে একারণে। আমি এইটা কখনোই চিন্তা করি না যা এখানে আসলেই একশো করবো, এখানে আসলেই ভাল খেলবো। এরকম কোন কিছু চিন্তা করি নাই। এই প্রশ্নের উত্তর ভাই আমার কাছে আসলেই নেই।’

শতক হাঁকিয়েও বারবার দ্বিশতক আসছে না। কয়েকদিন আগেই জানিয়েছিলেন, এটা রানের ক্ষুধাকে আরো বাড়িয়ে তুলছে। তবে আজ জানালেন আক্ষেপ হচ্ছে ইনিংস বড় করতে না পারায়। মুমিনুল বলেন, ‘সবসময় আক্ষেপ থাকে। আগের টেস্টেও যেমন ১৬০ (১৬১) করে আউট হয়ছি তখনও আক্ষেপ ছিলো।’

তবে দ্বিশতকের আক্ষেপের চেয়েও বড় আক্ষেপ যদি আরেকটু উইকেটে থাকতে পারতেন। বিশেষত যেভাবে উইকেট ছুড়ে এসেছেন তার প্রভাব পড়েছে দলের ইনিংসে। সেট ব্যাটসম্যান ছিলেন। চা বিরতির পর আর একটু সময় কাটাতে পারলে বাকি ব্যাটসম্যানদের জন্য সহজ হয়ে উঠত ব্যাটিং করা। মুমিনুল জানান, ‘এখানে আমার একটাই ব্যাখ্যা, আমি যদি আউট না হতাম, ওই বাজে শটটা না খেলতাম… পুরো দোষটাই আমার নিজের। ও (গ্যাব্রিয়েল) ওই স্পেলে হয়তো আর দুটো ওভার করতো। দিন শেষে আমরা একটা ভাল পজিশনে যাইতাম।’

তিনি আরও যোগ করেন, ‘আমি যদি আউট না হয়তাম আর দুই উইকেট পড়তো না। মুশফিক ভাই, রিয়াদ ভাই আউট হতো না। সাকিব ভাইও আউট হতো না, মিরাজও আউট হতো না। তো আমার কাছে মনে হয়, যদি আরেকটু থাকতাম তাহলে…’

Place your advertisement here
Place your advertisement here