• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

এশিয়াডের জন্য শক্তিশালী নারী দল ঘোষণা বিসিবির

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আগামী মাসের শেষ সপ্তাহে চীনের হাংজু শুরু হবে এশিয়ান গেমস। এ আসরকে সামনে রেখে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বুধবার রাতে এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। যেখানে অধিনায়ক হিসেবে থাকছেন নিগার সুলতানা জ্যোতি ও সহকারী অধিনায়ক রয়েছে নাহিদা আক্তার। এছাড়াও অতিরিক্ত হিসেবে রয়েছেন তিন জন।

এর আগে ২০১৪ সালে এশিয়ান গেমসে ক্রিকেট অর্ন্তভূক্ত ছিল। পরের কয়েকটা আসরে ক্রিকেট ছিল না। পুনরায় আবারো আসন্ন আসরে ক্রিকেট যুক্ত করা হয়েছে। এবারের আসরে ছেলেদের পাশাপাশি বাংলাদেশ নারী দলও অংশ নিচ্ছে। 

এর আগে দুবারের অংশগ্রহণে রুপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। দুবারই পাকিস্তানের কাছে হেরেছিল তারা। হাংজু এশিয়ান গেমসকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বিসিবি।

এক নজরে বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহকারী অধিনায়ক), সাথী রানী, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, রিতু মনি, লতা মন্ডল, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার , দিশা বিশ্বাস।

অতিরিক্ত: সালমা খাতুন, মুর্শিদা খাতুন, আসরাফী ইয়াসনিম অর্থী।

Place your advertisement here
Place your advertisement here