• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

‘ওরা পারলে আমরাও পারবো’: তাসকিনকে লিটন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

মাত্র একদিন আগের ঘটনা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ গড়েছিল ২৫৮ রানের বড় সংগ্রহ। ফরম্যাটটা টি-২০ হলেও যেকোনো মাঠেই এই রান বিশাল। কিন্তু প্রোটিয়ারা এই রান টপকে যায় ৭ বল আর ৬ উইকেট হাতে রেখে!

রেকর্ড রান তাড়া তো বটেই, টি-২০র ইতিহাসেই প্রথমবার দেখা গেছে একই ম্যাচে দু দলের আড়াই’শ ছাড়ানো সংগ্রহ। পরদিনই আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০তে মাঠে নামে বাংলাদেশ। এদিন ব্যাটিংয়ে নেমে রীতিমতো ঝড় তোলেন দুই উদ্বোধনী ব্যাটার লিটন দাস ও রনি তালুকদার।

সাগরিকায় পাওয়ার প্লের ৬ ওভারেই চলে আসে ১২ বাউন্ডারি। পাওয়ার প্লেতে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালে মিরপুরে ৭৬ রান। এবার রনি-লিটনের ব্যাটে টাইগাররা সেটি টপকে যায়, করে ৮১ রান।  

এমন ইনিংসে মারকুটে ব্যাটিং করেন লিটন দাস। ৪ চার ও ৩ ছক্কায় ২৩ বলে ৪৭ রানের ইনিংস খেলেন তিনি। পরে বাংলাদেশ ডিএলএস মেথডে ম্যাচ জেতে ২২ রানে। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে আসেন তাসকিন আহমেদ। সাজঘরে ফেরার পর লিটনের সঙ্গে একটি আলাপচারিতা জানান তিনি।

তাসকিন বলছিলেন, (লিটন-রনির ব্যাটিং) খুবই ভালো লাগছিলো। গতকালকে ১০০ রান (আসলে ১০২ রান) দেখেছি দক্ষিণ আফ্রিকার খেলায়। আমরা ভাবছিলাম ওরকম কিছু হতে যাচ্ছে নাকি। পরে লিটন আউট হয়ে আসার পর আমি বললাম, ‘কিরে তুই কি কালকের ম্যাচ দেখে ওরকম পিটাচ্ছিলি(হাসি)?’

এরপর তাসকিন বলেন, ‘(লিটন) বলে, হ্যাঁ! ওরা পারলে আমরাও পারব।’ তো এটা খুব ইতিবাচক বিষয় এবং আমরাও খুব উপভোগ করছিলাম। মাশাআল্লাহ্‌! এরকম ব্র্যান্ডের ক্রিকেট খেলতে থাকলে অনেক ভালো কিছু হবে।

Place your advertisement here
Place your advertisement here