• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

ইংলিশ পরীক্ষায় জয়ের নায়ক শান্ত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

খারাপ সময় কাটিয়ে দুর্দান্ত ফর্মে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। বিপিএল ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দারুণ ছন্দে ছিলেন তিনি। এবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে ফিফটি তুলে নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ দলকে জয় এনে দিলেন এ বাঁহাতি ব্যাটার। 

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংলিশদের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো এক ফিফটি হাঁকিয়েছেন শান্ত। ইংলিশ পেসার মার্ক উডের বলে বোল্ড হওয়ার আগে ৩০ বলে ৮ বাউন্ডারিতে ৫১ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার।

এদিন তৃতীয় উইকেটে অভিষিক্ত তৌহিদ হৃদয়ের সঙ্গে ৩৯ বলে ৬৫ রানের দুর্দান্ত এক জুটি গড়েন শান্ত। যে জুটিতে ভর করেই সহজে ১৫৭ রান তাড়া করতে পেরেছে বাংলাদেশ।

শুধু ফিফটির ইনিংসই নয়, ফিল্ডিংয়ের সময় গুরুত্বপূর্ণ তিনটি ক্যাচও নিয়েছেন শান্ত। ইংলিশ অধিনায়ক জস বাটলার, ডেভিড মালান আর স্যাম কুরানের ক্যাচ নিয়ে প্রশংসায় ভাসছেন তিনি।

শান্তর নৈপুণ্যেই আন্তর্জাতিক টি-২০তে ইংল্যান্ডকে প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ। এর আগে টি-২০ বিশ্বকাপের মঞ্চে ইংলিশদের সঙ্গে একবারই মুখোমুখি হয়েছিল টাইগাররা। সেদিন বাংলাদেশকে তুলোধুনো করে জয় তুলে নেয় থ্রি লায়ন্সরা।

Place your advertisement here
Place your advertisement here