• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বিশ্বকাপে ব্যর্থতার পর মাঠে নামছে ব্রাজিল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বিশ্বকাপে ব্যর্থতার পর প্রথমবারের মতো মাঠে নামছে ব্রাজিল। আগামী ২৫ মার্চ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট আফ্রিকার দেশ মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে তারা। তবে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারায় বিশ্বকাপের অধিকাংশ ফুটবলারই বাদ পড়েছেন।

ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিভারপুলের হয়ে খেলা অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার, চেলসির ডিফেন্ডার থিয়াগো সিলভা ও ম্যানচেষ্টার ইউনাইটেডের মিডফিল্ডার ফ্রেড। এ ছাড়া আক্রমণ ভাগে বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেলা রাফিনহা, আর্সেনালের মার্টিনেল্লি, ব্রুনো গুইমারেসরাও নেই দলে।

বিশ্বকাপে ব্যর্থতায় তিতের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিয়েছেন সদ্য দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী কোচ রামন মেনেজেস। শিরোপাজয়ী এই দলের পাঁচ খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছেন আসন্ন প্রীতি ম্যাচের জন্য। তবে ইনজুরির জন্য মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে থাকছেন না ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার জুনিয়র।

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক : এডারসন (ম্যানচেস্টার সিটি), মাইকেল (অ্যাথলেটিকো পিআর), ওয়েভারটন (পালমেইরাস)।

ডিফেন্ডার : ইবানেজ (রোমা), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকুইনহোস (পিএসজি), রবার্ট রেনান (জেনিথ), আর্থার (আমেরিকা মিনেরিও), এমার্সন রয়্যাল (টটেনহ্যাম), অ্যালেক্স টেলেস (সেভিয়া), রেনান লোদি (নটিংহ্যাম ফরেস্ট)।

মিডফিল্ডার : ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম), আন্দ্রে (ফ্লুমিনেজ), আন্দ্রে সান্তোস (ভাস্কো), জন গোমেজ (উলভারহ্যাম্পটন), রাফায়েল ভেগা (পাল্ম ট্ট্রিস)।

ফরোয়ার্ড : অ্যান্তোনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহ্যাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পাল্ম ট্ট্রিস), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভিটোর রোকু (অ্যাথলেটিকো পিআর)।

Place your advertisement here
Place your advertisement here