• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

জানলে অবাক হবেন কত কোটি মানুষ দেখেছিল বিশ্বকাপ ফাইনাল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

কাতার বিশ্বকাপকে এক অর্থে রেকর্ডের বিশ্বকাপ বলা যায়। দর্শক সংখ্যাতেও রেকর্ড গড়েছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। আগের যেকোনো বিশ্বকাপ ফাইনালের চেয়ে কাতার বিশ্বকাপের ফাইনাল দেখেছেন বেশি মানুষ। 

কাতারের লুসাইলে হওয়া ফাইনালে মেসি-এমবাপ্পেরদের খেলা দেখছেন ১৫০ কোটি মানুষ। এই তথ্য প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত ১৮ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার এক মাস পর ফিফা এ তথ্য প্রকাশ করেছে। 

এর আগের রেকর্ডটি ছিলো রাশিয়া বিশ্বকাপ ফাইনালের। সেবার ফাইনাল দেখেছিলেন ১১২ কোটি মানুষ। ফাইনালে গ্যালারিতে বসে খেলা দেখেছেন ৮৮ হাজার ৯৬৬ জন দর্শক। পুরো বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখা দর্শকদের সংখ্যা ৩৪ লাখ। 

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলও হয়েছে কাতার বিশ্বকাপে। কাতার বিশ্বকাপে মোট গোল হয়েছে ১৭২টি। এর আগে সর্বোচ্চ গোল হয়েছিল ১৯৯৮ ও ২০১৪ বিশ্বকাপে। দুই বিশ্বকাপেই গোল হয়েছে ১৭১টি করে। 

কাতার বিশ্বকাপেই প্রথম একসঙ্গে তিনজন নারী রেফারি ম্যাচ পরিচালনা করেছেন। বিশ্বকাপ সফলভাবে পরিচালনা করতে কাজ করেছেন ১৫০টি দেশের ২০ হাজার স্বেচ্ছাসেবক। ১৮ থেকে ৭৭ পর্যন্ত সব বয়সী মানুষই ছিলেন এই স্বেচ্ছাসেবক দলে।

Place your advertisement here
Place your advertisement here