• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

জিতেই চলেছে ব্রাজিল,কে থামাবে

দৈনিক রংপুর

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ার পর হারের স্বাদ যেন ভুলে গেছে ব্রাজিল। এবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। তবুও জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। তরুন ফরোয়ার্ড রিশার্লিসনের গোলে টানা ষষ্ঠ জয় পায় ব্রাজিল।

মঙ্গলবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ১-০ গোলে জেতে তিতের দল।

ম্যাচের শুরুতেই নেইমার চোট পেয়ে মাঠ ছাড়েন। দলের সবচেয়ে বড় তারকার অনুপস্থিতিতেও অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণে আধিপত্য করে তারা।

এর কিছুক্ষণ পরই গোল পেয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। উইলিয়ানের কর্নারে অনেকখানি লাফিয়ে উঠে নেয়া হেডে বল জালে পাঠান ২১ বছর বয়সী রিশার্লিসন।

আন্তর্জাতিক ফুটবলে ওয়াটফোর্ড মিডফিল্ডারের এটি তৃতীয় গোল। সেপ্টেম্বরে এল সালভাদরের বিপক্ষে প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়েই জোড়া গোল করেছিলেন তিনি।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আর্থার মেলোর দূরপাল্লার শট ক্রসবারে লাগলে সে যাত্রায় বেঁচে যায় ক্যামেরুন।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে মুহূর্তের ব্যবধানে ব্রাজিলের দুটি সুযোগ নষ্ট হলে ব্যবধান আর বাড়েনি। আলানের শট গোলরক্ষক রুখে দেয়ার পর ফিরতি বলে রিশার্লিসনের শটও ঠেকিয়ে দেন গোলরক্ষক।

আগের পাঁচ ম্যাচে যুক্তরাষ্ট্র, এল সালভাদর, সৌদি আরব, আর্জেন্টিনা ও উরুগুয়েকে হারিয়েছিল নেইমাররা।

আরেক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়েছে ইতালি। যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন ইন্টার মিলানের ফরোয়ার্ড মাত্তেও পলিতানো।

Place your advertisement here
Place your advertisement here