• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রিয়াদের শতকে ৪৪৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ...

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

ঢাকা টেস্টের চতুর্থ দিনে ব্যাটিংয়ে ২২৪ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। সকালের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহর শতকে ৪৪৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

২১৮ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনের শুরু করে মাহমুদউল্লাহর দল। কিন্তু সকালের শুরুতেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

ওয়ানডেতে দারুণ ব্যাটিং করা ইমরুল কায়েস পুরো টেস্ট সিরিজেই ফ্লপ। চার ইনিংসের একটিতেও বলার মতো কোনো ইনিংসই গড়তে পারেননি। অন্যদিকে ব্যর্থ লিটন দাসও।

চতুর্থ দিনে সকালের আদ্রতা উইকেটকে কাজে লাগিয়ে বাংলাদেশের টপ অর্ডারকে গুড়িয়ে দিয়েছেন কাইল জার্ভিস ও তিরিপানো। প্রথম ইনিংসে যে পিচে মুস্তাফিজ-খালেদকে উইকেট পেতে রীতিমত সংগ্রাম করতে হয়েছে সেখানে দুই ইনিংসেই দারুণ বোলিং করেছেন জিম্বাবুইয়ান পেসাররা। চার উইকেটই সমান ভাবে ভাগাভাগি করে নিয়েছেন এই দুই জন।

দলীয় ৯ রানে জার্ভিসের বলে মাভুটার হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন ইমরুল। ১০ রানে সেই জার্ভিসের বলে সরাসরি বোল্ড হয়েছেন লিটন দাস। আগের ম্যাচে ১৬১ রান করা মুমিনুলও ফিরে গেছেন দ্রুতই। দলের হার ধরার চেষ্টা করেছিলেন মুশফিক। তিরিপানোর বলে পুল করতে গিয়ে মাভুটার হাতে ক্যাচ তুলে দেন তিনিও। ২৫ রানে চার উইকেট হারিয়ে ম্যাচটিকে কঠিন করে ফেলেন ব্যাটসম্যানরা।

এরপরই দলের ভিত্তি গড়ে তোলার চেষ্টা করেন মাহমুদউল্লাহ ও মিথুন। তাদের দুইজনের অর্ধশতকে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে টাইগাররা। মিথুন ৬৭ রানে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর মিরাজকে সঙ্গী করে নিজের দ্বিতীয় টেস্ট শতক তুলে নেন রিয়াদ। রিয়াদের শতকের মাধ্যমে ৬ উইকেটে ২২৪ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মিরাজ অপরাজিত ছিলে ২৭ রানে।

Place your advertisement here
Place your advertisement here