• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

হ্যাকিংয়ের দক্ষতা বৃদ্ধিতে...

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

আপনি যদি কম্পিউটার হ্যাকিংয়ে আগ্রহী হয়ে থাকেন ও সিকিউরিটি অফিসার অথবা সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট হিসেবে কাজ করাতেও আপনার আগ্রহ থাকে, তাহলে সর্বপ্রথম যে বিষয়ের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে তা হচ্ছে দক্ষতা বৃদ্ধি।

 

1.হ্যাকিংয়ের দক্ষতা বৃদ্ধিতে...

একজন সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার অর্থাৎ সিইএইচের বাৎসরিক বেতন সর্বনিম্ন ৫০ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু, হ্যাকিংয়ে শুধুমাত্র আগ্রহী হলেই হবে না। এক্ষেত্রে আপনাকে হ্যাকিংয়ের বিভিন্ন বিষয়ের উপর (এক্সপ্লয়েট, ভাইরাস, অ্যান্টি-ভাইরাস, বোটনেট, কী-লগার, শেল, স্ক্রিপ্ট ইত্যাদি) যথেষ্ট জ্ঞান থাকতে হবে।

আর তাই, নিত্য নতুন হ্যাকিংয়ের দক্ষতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হলে, আপনাকে পড়তে হবে যথেষ্ট পরিমাণ হ্যাকিং ব্লগ। চলুন তাহলে জেনে আসি, এমন দশটি হ্যাকিং ব্লগ সম্পর্কে যা আপনার হ্যাকিংয়ের দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করবে।

 

2.হ্যাকিংয়ের দক্ষতা বৃদ্ধিতে...

(১) লেটেস্ট হ্যাকিং নিউজ:

এই ব্লগ থেকে আপনি সর্বশেষ হ্যাকিংয়ের খবরাখবর, এক্সপ্লয়েট, ভলনারেবিলিটি এবং ইথিক্যাল হ্যাকার সম্পর্কে জানতে পারবেন। সিকিউরিটি এক্সপার্ট ও হ্যাকারদের জন্য এই ব্লগটি অন্যতম। প্রত্যেক সপ্তাহে প্রায় ২১ টি নতুন পোস্ট পাওয়া যায় এই ব্লগে। প্রায় ১৯ লক্ষ মানুষ এই ব্লগটিকে ফেসবুকে ও প্রায় ৩৮ হাজার মানুষ টুইটারে এই ব্লগকে ফলো করছেন।

(২) দ্যা হ্যাকার নিউজ:

এই ব্লগ থেকে আপনি হ্যাকিংয়ের বিভিন্ন তথ্য, খবরাখবর ও হ্যাকারদের ব্যবহার করা সফটওয়্যার সম্পর্কে জানতে পারবেন। হ্যাকিং ও এর তথ্য সম্পর্কে জানার জন্য এই ব্লগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রত্যেক সপ্তাহে প্রায় ৬টি নতুন পোস্ট পাওয়া যায় এই ব্লগে। প্রায় ১৯ লক্ষ মানুষ এই ব্লগটিকে ফেসবুকে ও প্রায় ৩ লক্ষ মানুষ টুইটারে এই ব্লগকে ফলো করছেন।

(৩) ইথিক্যাল হ্যাকিং- ইউর ওয়ে টু দ্যা ওয়ার্ল্ড অফ আইটি সিকিউরিটি:

এই ব্লগ ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য সবচেয়ে বেশি স্বীকৃত। এই ব্লগ থেকে আপনি আইটি সিকিউরিটির টিপস, ট্রিক্স, ও বিভিন্ন অপারেটিং সিস্টেমের ভলনারেবিলিটি ও স্ক্রিপ্ট সম্পর্কে জানতে পারবেন। প্রত্যেক মাসে প্রায় ২টি নতুন পোস্ট পাওয়া যায় এই ব্লগে। প্রায় ১ লক্ষ মানুষ এই ব্লগটিকে ফেসবুকে ও প্রায় ১৯ হাজার মানুষ টুইটারে এই ব্লগকে ফলো করছেন।

(৪) উই লিভ সিকিউরিটি:

আইটি এক্সপার্টদের জন্য তৈরি এই ব্লগ থেকে আপনি হ্যাকিংয়ের বিভিন্ন তথ্য, রিসার্চ, সাইবার থ্রেট এবং ম্যালওয়ার ডিসকভারী সম্পর্কে জানতে পারবেন। এই ব্লগ থেকে ইসেট এক্সপার্ট সম্পর্কেও তথ্য পাবেন। প্রত্যেক সপ্তাহে প্রায় ৪ টি নতুন পোস্ট পাওয়া যায় এই ব্লগে। প্রায় ১৯ লক্ষ মানুষ এই ব্লগটিকে ফেসবুকে ও প্রায় ২ হাজার মানুষ টুইটারে ফলো করছেন।

(৫) হ্যাকার ওয়ান- বাগ বাউন্টি, ভলনারেবিলিটি কোঅর্ডিনেশন:

ভলনারেবিলিটি কোঅর্ডিনেশন ও বাগ বাউন্টি প্রোগ্রামের জন্য পৃথিবীর সবচেয়ে সেরা ব্লগ হচ্ছে হ্যাকার ওয়ান। বেশ কয়েক ধরণের হ্যাকার প্রোগ্রাম ও বাগ বাউন্টি প্রোগ্রামের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেবে এই ব্লগ। ডিজিটাল সিকিউরিটি সম্পর্কেও বেশ কিছু প্রোগ্রাম খুঁজে পাবেন এখানে। প্রত্যেক মাসে প্রায় ৩টি নতুন পোস্ট পাওয়া যায় এই ব্লগে। প্রায় ১৬ হাজার মানুষ ফেসবুকে ও প্রায় ২৭ হাজার মানুষ টুইটারে এই ব্লগকে ফলো করছেন।

(৬) ডার্কনেট- হ্যাকিং টুলস, হ্যাকার নিউজ এন্ড সাইবার সিকিউরিটি:

সর্বশেষ হ্যাকিং টুলস, হ্যাকারদের খবরাখবর, সাইবার সিকিউরিটি, ট্রেইনিং কোর্স, ইথিক্যাল হ্যাকিং এবং পেন টেস্টিংয়ের জন্য সেরা একটি ব্লগ হচ্ছে ডার্কনেট। প্রত্যেক মাসে প্রায় ২ টি নতুন পোস্ট পাওয়া যায় এই ব্লগে। প্রায় ১ লক্ষ মানুষ ফেসবুকে ও প্রায় ১৭ হাজার মানুষ টুইটারে এই ব্লগকে ফলো করছেন।

(৭) হ্যাকারস অনলাইন ক্লাব (এইচ ও সি):

সর্বশেষ হ্যাকিং টুলসের আপডেট, এক্সপ্লয়েট, সিকিউরিটি, ভলনারেবিলিটি এবং হ্যাকিং টিউটোরিয়াল সম্পর্কে জানার জন্য এই ব্লগের জুড়ি নেই। ইনফরমেশন সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, সাইবার ফরেনসিক, ওয়েবসাইট সিকিউরিটি, ভি এ পি টি এবং মোবাইল সিকিউরিটি সম্পর্কে পড়াশোনার জন্য এইচ ও সি ব্লগ অন্যতম। প্রত্যেক সপ্তাহে প্রায় ১ টি নতুন পোস্ট পাওয়া যায় এই ব্লগে। প্রায় ৬৩ হাজার মানুষ ফেসবুকে ও প্রায় ৬০ হাজার মানুষ টুইটারে এই ব্লগকে ফলো করছেন।

(৮) হ্যাকিন নাইন- আইটি সিকিউরিটি ম্যাগাজিন:

১০ বছর ধরে আইটি সিকিউরিটি ম্যাগাজিনগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে হ্যাকিন নাইন। ১ লক্ষ আইটি সিকিউরিটি স্পেশালিষ্ট ডেটাবেজের এই ম্যাগাজিন থেকে সর্বশেষ আইটি ও সিকিউরিটির খবরাখবর সম্পর্কে জানতে পারবেন। প্রত্যেক মাসে প্রায় ২ টি নতুন পোস্ট পাওয়া যায় এই ব্লগে। প্রায় ২ লক্ষ মানুষ ফেসবুকে ও প্রায় ১২ হাজার মানুষ টুইটারে এই ব্লগকে ফলো করছেন।

(৯) হ্যাক রিড- লেটেস্ট সাইবার ক্রাইম, ইনফোসেক, টেক এন্ড হ্যাকিং নিউজ:

এই ব্লগ থেকে আপনি ইনফোসেক, সাইবার ক্রাইম, টেকনোলজি ইনভেনশন, প্রাইভেসী এন্ড সিকিউরিটি, সার্ভাইলেন্স, হ্যাকিং নিউজ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের ট্রেন্ড সম্পর্কে জানতে পারবেন। প্রত্যেক সপ্তাহে প্রায় ৭টি নতুন পোস্ট পাওয়া যায় এই ব্লগে। প্রায় ৮৬ হাজার মানুষ ফেসবুকে ও প্রায় ৮৫ হাজার মানুষ টুইটারে এই ব্লগকে ফলো করছেন।

(১০) ব্ল্যাক হ্যাট:

ইনফোসেক ও সাইবার জগতের সেরা সব হ্যাকার ও সিকিউরিটি স্পেশালিস্টদের একই কাতারে নিয়ে আসে এই ইউটিউব চ্যানেল। বিভিন্ন হ্যাকিং এক্সপ্লয়েট ও স্ক্রিপ্টের উপর গবেষণা করা হয় এই ব্ল্যাক হ্যাট চ্যানেলে। সাইবার জগতের সবচেয়ে বড় ইভেন্টগুলো পরিচালনা করে থাকে ব্ল্যাক হ্যাট। এছাড়াও, বিভিন্ন হ্যাকিংয়ের বিষয় সম্পর্কে লেখালেখি হয়ে থাকে এর ব্লগে। প্রত্যেক সপ্তাহে প্রায় ১ টি নতুন পোস্ট পাওয়া যায় এই ব্লগে। প্রায় ৫০ লক্ষ মানুষ ফেসবুকে ও প্রায় ২৩ লক্ষ মানুষ টুইটারে এই ব্লগকে ফলো করছেন।

 

3.হ্যাকিংয়ের দক্ষতা বৃদ্ধিতে...

Place your advertisement here
Place your advertisement here