• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পৃথিবীর ভবিষ্যত নিয়ে ভয়ঙ্কর তথ্য জানালেন বিজ্ঞানীরা

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

শব্দ দূষণ বা উষ্ণায়নে দিন দিন পৃথিবী বিপন্ন হয়ে যাচ্ছে, যা প্রতিনিয়ত মানুষের অনুপ্রযোগী হয়ে ওঠছে। দেখা দিচ্ছে দিন দিন সমস্যা। আর তখনই একদম ভিন্ন এক বিপদের বার্তা দিলেন বিজ্ঞানীরা। তারা জানালেন, এমন একদিন আসতে পারে, যেদিন পানিশূন্য হয়ে পড়বে এই পৃথিবী।

শব্দ দূষণ বা উষ্ণায়নে যখন দিন দিন বিপন্ন হয়ে উঠছে পৃথিবী, তখন একদম ভিন্ন এক বিপদের বার্তা দিলেন বিজ্ঞানীরা। তারা জানালেন, এমন একদিন আসতে পারে, যেদিন পানিশূন্য হয়ে পড়বে এই পৃথিবী।

বিজ্ঞানীদের মতে, পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত টেকটনিক প্লেটগুলি একটি অন্যটির নীচে চলে আসার ফলে টান পড়ছে মহাসাগরের পানিতে। বিপুল পরিমাণ পানি প্রবেশ করছে ভূগর্ভের গভীরে। ফলে কমছে পানির স্তর। ক্রমেই উধাও হযে যাচ্ছে সমুদ্র। এমন দিন আসতেই পারে, যখন এই গ্রহ পানিশূন্য হয়ে পড়বে।

ভূমিকম্পের সূত্র ধরেই এই তথ্যে উপনীত হয়েছেন গবেষকরা। সিসমোগ্রাফে ধৃত রেখাগুলির বিশ্লেষণ করতে করতে তারা দেখিয়েছেন, প্রশান্ত মহাগারের ম্যারিনাস ট্রেঞ্চ অঞ্চলে প্যাসিফিক প্লেট ফিলিপাইন প্লেটের নীচে ঢুকে যাচ্ছে। ফলে মহাসাগরের পানি প্রবেশ করছে বা বলা ভাল হারিয়ে যাচ্ছে ভূগর্ভের গভীরে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ভূ-বিজ্ঞানের গবেষক ওয়েইসেন শেন, ডগলাস এ উইয়েনস প্রমুখ এই ঘটনাকে রীতিমতো বিপদ বলেই চিহ্নিত করেছেন। এ থেকে ভূমিকম্পের প্রবণতা বাড়ছে বলেই তাদের ধারণা।

Place your advertisement here
Place your advertisement here