• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

মানুষের মুখের রং বদলায় কেন?

দৈনিক রংপুর

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

হেড অফিসের শান্ত বড়বাবু হঠাৎ রাগে অগ্নিশর্মা হলে তাঁর মুখের মুখের রং হয়ে যায় টকটকে লাল। ভয়ের ছবি দেখতে দেখতে আবার মুখের রং হয়ে যায় হলদে। এমনটা আমরা সকলেই দেখেছি, কিন্তু কে আর সে সব নিয়ে মাথা ঘামাতে চায়? ইউনিভার্সিটি অফ ওহিয়োর বিজ্ঞানীরা কিন্তু ঘামিয়েছেন। এবং আবিষ্কার করেছেন দারুণ একটা ব্যাপার। তাঁরা লক্ষ করে দেখেছেন, বিভিন্ন আবেগের প্রকাশের সময়ে মানুষের মুখের ত্বকের রং বদলে যায়, যা দেখে মানুষটির মানসিক অবস্থা বুঝে নেওয়া সম্ভব।

এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ওই গবেষক দলের প্রধান অ্যালেক্স মার্টিনেজ বলেছেন, আবেগের পরিবর্তন হলে মানুষের মুখের রং পরিবর্তিত হয়। আসলে এই ব্যাপারটা নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম।

গবেষকরা দেখেছেন, বিষাদ, ভয় বা রাগের সময়ে মানুষের মুখের ত্বকের রং কী ভাবে পালটে যেতে থাকে। আসলে আবেগের পরিবর্তনের সময়ে মুখের ত্বকে রক্ত সঞ্চালনের গতি ও চলন ভিন্ন ভিন্ন বিভিন্ন হয়। তাই মুখের বর্ণও বিভিন্ন হয়। বিশেষ করে নাক, ভ্রু ও গালের রং।

গবেষকরা মনে করছেন, এই গবেষণার ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণাতেও নতুন রং আনতে পারে।

Place your advertisement here
Place your advertisement here