• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

গুগল ফটোজে নতুন ফিচার, করা যাবে দুর্দান্ত এডিট

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

গুগল ফটোজ এবার ব্যবহারকারীদের জন্য এনেছে দুর্দান্ত আপডেট। এটি আদতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নির্ভর একটি ফটো এডিটিং ফিচার, যার মাধ্যমে ছবি থেকে অপ্রয়োজনীয় যে কোনো অবজেক্ট মুছে ফেলতে পারেন ব্যবহারকারীরা।

ধরুন, সমুদ্রের ধারে দাঁড়িয়ে দারুণ একটি ছবি তুললেন আপনি। ছবিতে দুর্ধর্ষ লাগছে আপনাকে। এক কথায় এই ছবি ডিপি না হয়েই যায় না। কিন্তু কখন যেন এর ফাঁকে আপনার ছবিতে ফটো বোম্বিং করে চলে গেছেন অন্য এক ব্যক্তি। সেটাই বিরক্তির কারণ হতে পারে।

সেই সমস্যার এবার সমাধান করে দিতে চলেছে গুগল ফটোজ। এবার ম্যাজিক টুলসের সাহায্যে এক নিমেষে ওই অযাচিত ব্যক্তিকে ছবি থেকে সরিয়ে দিতে পারেন আপনি। তাতে ছবির একটুও ক্ষতি হবে না, গ্যারান্টি দিচ্ছে গুগল। আর তার জন্য প্রয়োজন হবে না ফটোশপ বা অন্য কোনো অ্যাপের।

এর আগে পিক্সল ৭ ও পিক্সেল ৬ সিরিজের স্মার্টফোনে এই ফিচারটি এনেছিল গুগল। এবার গুগল ফটোজেও যোগ হতে চলেছে নতুন এই ফিচার। এখানেই শেষ নয়, এইচডিআর ভিডিও এফেক্ট ও নিউ কোলাজ স্টাইলের মতো একাধিক ফিচার্স অ্যানড্রয়েড ও আইওএস ইউজারদের জন্য আনতে চলেছে গুগল।

আর এই ফিচার ব্যবহার করাও খুব সহজ। ট্যাপিং, সার্ক্লিং বা সামান্য ব্রাশিং মোশনেই যে কোনো অযাচিত অবজেক্ট মুছে ফেলতে পারবেন ইউজার। ভিডিওর ক্ষেত্রে এইচডিআর ইফেক্ট ব্যবহারের সুবিধাও এনেছে গুগল। যার মাধ্যমে কন্ট্রোল করা যাবে ভিডিওর ব্রাইটনেস ও কনট্রাস্ট। পাশাপাশি ড্রামাটিক এফেক্টও দিতে পারবেন ব্যবহারকারীরা।

Place your advertisement here
Place your advertisement here