• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

নিজেকে আড়াল করা যাবে হোয়াটসঅ্যাপে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিজেকে আড়াল করার সুযোগ দিচ্ছে। চাইলে আপনার ফোন নম্বর হোয়াটসঅ্যাপে গোপন করতে পারবেন। অনেক সময়ে বন্ধু-বান্ধব বা অফিসের কাজে আমাদের ঢুকে পড়তে হয় অনেক অচেনা হোয়াটসঅ্যাপ গ্রুপে। যেখানে আমরা সচরাচর আমাদের নম্বর সকলের সামনে দেখাতে পছন্দ করি না। তবে অচেনা মানুষের কাছ থেকে নম্বর লুকানোর সুযোগ এনেছে এবার মেসেজিং অ্যাপটি।

টেস্ট ফ্লাইট বেটা প্রোগ্রামের মাধ্যমে এরই মধ্যে ২৩.২.০.৭৫ আপডেট সাবমিট করেছে হোয়াটসঅ্যাপ। বেশ কিছু নতুন ফিচার আনা হয়েছে। যেখানে পরিচয় লুকিয়ে মেসেজে রিয়্যাকশন দেওয়ার সুযোগ এনেছে মেসেজিং অ্যাপটি। তবে এই আপডেট আসছে শুধু আইওএস ব্যবহারকারীদের জন্যই। অনেক সময়ে বন্ধু-বান্ধব বা অফিসের কাজে আমাদের ঢুকে পড়তে হয় অনেক অচেনা হোয়াটসঅ্যাপ গ্রুপে।

অ্যানড্রয়েড ফোনে আগেই এসে গিয়েছিল আপডেটটি। এবার সেই সুবিধা পাবেন আইফোন ব্যবহারকারীরাও। কীভাবে হোয়াটসঅ্যাপে গোপন রাখবেন নিজের নম্বর?

প্রথমেই আপনার মোবাইলে খুলে ফেলুন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি।
এবার উপরে ডানদিকে তিনটি ডটে ক্লিক করুন।
ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করুন সেটিংস অপশনটি।
সেখান থেকে সিলেক্ট অ্যাকাউন্ট অপশনে গিয়ে প্রাইভেসি অপশনে যান।
সেখান গিয়ে অ্যাবাউটে ক্লিক করলে খুলে যাবে তিনটি অপশন-এভিরিওয়ান, মাই কনট্যাক্টস এবং নোবডি।
সেখান থেকে এভরিওয়ান সিলেক্ট করলে আপনার নম্বরটি সকলে দেখতে পাবে। মাই কনট্যাক্টস সিলেক্ট করলে শুধু তারাই দেখতে পাবেন, যারা আপনার কনট্যাক্ট লিস্টে রয়েছে। নো বডি সিলেক্ট করলে কারো কাছেই শো করবে না আপনার নম্বরটি।
নিজের পরিচয় গোপন রাখতে চাইলে আপনাকে সিলেক্ট করতে হবে শেষ অপশনটি।

Place your advertisement here
Place your advertisement here