• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়েও বিজয়ী হবো: মোস্তাফা জব্বার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চলমান লড়াইয়েও বিজয় সুনিশ্চিত করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়েও আমরা বিজয়ী হব। এজন্য উন্নয়ন বিরোধী অপশক্তির অনলাইন অপপ্রচার ও সকল ধরণের গুজবের বিরুদ্ধে ডিজিটাল লড়াইও  চালিয়ে যেতে হবে।

মন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে উন্নয়নের যুদ্ধ অব্যাহত রাখতে মুক্তিযোদ্ধাদের সন্তানসহ স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে  স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার যুদ্ধের সৈনিক হিসেবে কাজ করতে হবে।
আজ রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন চত্ত্বরে মুক্তিযোদ্ধা সংসদের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দীন আহমেদ বীর বিক্রম, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সেলিম রেজা।

Place your advertisement here
Place your advertisement here