• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

অ্যামাজনকে টপকে গেল মাইক্রোসফট

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

বিখ্যাত ওয়েব সার্ভিস ভিত্তিক কোম্পানি অ্যামাজন ডটকমকে হটিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে মূল্যবান কোম্পানির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মাইক্রোসফট করপোরেশন।

প্রায় সাড়ে ৬ হাজার কোটি ডলার বাজার মূলধন হ্রাস পাওয়ায় অ্যামাজনকে টপকে যায় বিল গেটস ও পল অ্যালেন প্রতিষ্ঠিত মাইক্রোসফট প্রতিষ্ঠানটি।

এদিকে গেল সেপ্টেম্বরে বিশ্বে প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি মূলধন নিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে মূল্যবান কোম্পানির তালিকায় শীর্ষত্ব দখল করেছিল অ্যাপল। যেখানে দ্বিতীয় ১ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হিসেবে মাইক্রোসফটকে হাটিয়ে দ্বিতীয় স্থান নিয়েছিল অ্যামাজন।

তবে মাত্র এক মাসের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করলো মাইক্রোসফট।

গত শুক্রবার তৃতীয় প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশের পর অ্যামাজনের শেয়ার মূল্য কমেছে ৭ শতাংশ। প্রায় তিন বছরে এটিই প্রতিষ্ঠানের শেয়ার মূল্যে সর্বোচ্চ দরপতন।

অন্যদিকে গত বুধবার থেকে মাইক্রোসফটের শেয়ার মূল্য বেড়ে রয়েছে ৪ শতাংশ। এক প্রান্তিকে লাভের প্রত্যাশা ছাড়িয়ে যাওয়ায় শেয়ার মূল্য বেড়েছে ৪ দশকের পুরানো এ প্রতিষ্ঠানটির।

শুক্রবার মাইক্রোসফটের বাজার মূল্য দাঁড়িয়েছে ৮২ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। বিপরীতে অ্যামাজনের বাজার মূল্য ছিল ৮০ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার।

Place your advertisement here
Place your advertisement here