• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রমজানে ইতিকাফের জন্য মিশরের ছয় হাজার মসজিদ খোলা থাকবে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

Find us in facebook

Find us in facebook

পবিত্র রমজান মাসে তাহাজ্জুদ নামাজের জন্য মিশরে খোলা থাকবে ১১ হাজারের বেশি মসজিদ। পাশাপাশি ইতিকাফের জন্য খোলা থাকবে ৬ হাজার মসজিদ। 

মিশরের দাতব্য বিষয়ক মন্ত্রী মুহাম্মদ মুখতার জুমা বলেছেন, তারাবি, তাহাজ্জুদ নামাজসহ সব ধরনের ইবাদতের জন্য পবিত্র রমজান মাসজুড়ে উন্মুক্ত থাকবে দেশের মসজিদগুলো।

তাহাজ্জুদ হলো রাতের বিশেষ নামাজ। মানুষ স্বেচ্ছায় তা আদায় করে থাকে। প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের অন্তর্ভুক্ত নয় এই নামাজ।  ইতিকাফ হলো রমজান মাসে নির্দিষ্ট কিছু দিন মসজিদে অবস্থান করে ইসলামি নিয়ম মেনে ইবাদত করা এবং নিজেকে পার্থিব বিষয় থেকে দূরে রাখা। করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে গত কয়েক বছর ইতিকাফে নিষেধাজ্ঞা ছিল।

মন্ত্রণালয় ইসলামিক রিসার্চ একাডেমির সঙ্গে মিলে এক হাজার মসজিদে রমজান বিষয়ক বিশেষ পাঠের আয়োজন করেছে। রমজানের জন্য মসজিদগুলো প্রস্তুত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি পরিচ্ছন্নতা অভিযানও শুরু করা হয়েছে।

কায়রোতে সাইয়িদাহ নাফিসা মসজিদে পরিষ্কারের কাজে দায়িত্ব পালন করছেন হিশাম আব্দুল আজিজ আলী নামে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তিনি বলেন, মসজিদকে অবশ্যই পরিচ্ছন্ন ও সৌন্দর্যের প্রতীক হতে হবে। মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখতে নবী মুহাম্মদ সাল্লাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবিদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রমজানের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রাথমিক বৈঠক করেছেন দাতব্য মন্ত্রী। বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে, যেসব মসজিদে জুমার নামাজ হয় সেখানে তারাবির নামাজ আদায় করা হবে। তারাবির পর রমজানের শিক্ষামূলক পাঠ দেওয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here