• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

আরব আমিরাতে কত ঘণ্টা রোজা রাখতে হবে?

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ মার্চ থেকে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পবিত্র মাহে রমজান শুরু হবে। তবে এ বছর কত ঘণ্টা রোজা রাখতে হবে সে সময় জানিয়েছে দেশটি। 

ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্ট ওয়েবসাইটের বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে, এ বছর আরব আমিরাতে ১৩ ঘণ্টাব্যাপী প্রত্যেক মুসলিম ব্যক্তিকে রোজা রাখতে হবে।

জ্যোতির্বিজ্ঞানের দেওয়া তথ্যানুযায়ী, আগামী ২৩ মার্চ ভোররাতে সেহরি খাওয়ার পর ফজরের নামাজ শুরু হবে ৫টা ২ মিনিটে এবং ইফতার ও মাগরিবের নামাজ (সূর্যাস্ত) হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে। সে হিসেবে দেশটিতে প্রথম দিন রোজা রাখতে হবে মোট ১৩ ঘণ্টা ৩৩ মিনিট।

এদিকে, রমজান মাস অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে রোজার সময় আরো কিছুটা বেড়ে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত গিয়ে পৌঁছাবে। শেষদিকে ফজরের নামাজ হবে ভোর ৪টা ৩১ মিনিটে এবং মাগরিব হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে।

পবিত্র রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। জাতীয় চাঁদ দেখা কমিটি এ মাসের শুরু এবং শেষের দিন নির্ধারণ করে থাকে।

Place your advertisement here
Place your advertisement here