• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পীরগঞ্জে পাট ও পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট ও পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

(১৬ জুলাই) মঙ্গলবার উপজেলা প্রশাসন, পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা নিবার্হী অফিসার রমিজ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আলমগীর কবীর, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার প্রমুখ।

এ সময় জেলা প্রশিক্ষণ আলমগীর কবীর চাষীদের উদ্দেশ্যে  বলেন, ঠাকুরগাঁও মাটি পাটচাষে উপযোগী, তাই আপনারা বেশি বেশি করে পাট চাষ করবেন, পাট চাষ করতে বেশি খরচা হয় না। দেশে পাট বীজ উৎপাদন করুন বিদেশি নিম্নমানের পাটবীজ বর্জন করুন, আপনাদের পাট ও পাটবীজ উৎপাদন করতে কোনো রকম সমস্যা মনে হলে উপজেলা পর্যায়ের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবেন।

প্রশিক্ষণে ৭৫ জন চাষী প্রশিক্ষণ গ্রহণ করেন।

Place your advertisement here
Place your advertisement here