• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

ভূরুঙ্গামারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়ে। রোববার (১৪ জুলাই) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বন্যা কবলিত ৪টি ওয়ার্ড ও সোনাহাট ইউনিয়নের একটি ওয়ার্ডের প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারীর নিজস্ব তহবিল থেকে এই ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, মুড়ি, চিড়া, খাবার সেলাইন, পানি বিশুদ্ধ করণ টেবলেট, মোমবাতি, চিনি ও সেমাই।

ত্রাণসামগ্রী পেয়ে খুশি বন্যার্ত পরিবারের সদস্যরা। পাইকডাঙ্গা গ্রামের বাসিন্দা মোস্তফা কামাল ও সাহিদা বেগম বলেন, কয়েকদিন ধরে ঘরে পানিবন্দি হয়ে আছি। এর ফলে খাবার নিয়ে খুব কষ্ট ছিলাম। ত্রাণসামগ্রী পেলাম, এখন কয়দিন ডাল-ভাত খেতে পারব।

এ সময় কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য জহির উদ্দিন ব্যাপারী, মনোয়ারা বেগম, পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. গাজিউর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. শহিদুল ইসলাম, ইউপি সদস্য শামছুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here