• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

‘ছাত্রশিবির-ছাত্রদল কোটা আন্দোলনে পিছন থেকে উস্কানি দিচ্ছে’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ছাত্রশিবির ও ছাত্রদল কোটা আন্দোলনের পিছন থেকে উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় পৌর সদরের কলেজ পাড়ায় শহিদ আব্দুল মান্নান সড়ক সংলগ্ন আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুরুল ইসলাম সুজন বলেন, দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে স্বাধীনতা বিরোধী শক্তি এখনো সক্রিয় আছে। আপনারা লক্ষ্য করে দেখেছেন এখন কোটা নিয়ে আন্দোলন চলছে। ছাত্রশিবির এবং ছাত্রদল কোটা আন্দোলনে পিছন থেকে উস্কানি দিয়ে ইনোসেন্ট ছেলে মেয়েদের রাস্তায় নামিয়ে দিয়ে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়।

এমপি আরো বলেন, যেখানে সরকার কোটা বাতিল করে দিয়েছে। ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী কোটা বাতিল করে দিয়েছিলেন। এতে যারা সংক্ষুব্ধ তারা হাইকোর্টে একটি মামলা দায়ের করে। হাইকোর্ট এ বিষয়ে একটি রায় দিয়েছে। সেই রায়টি ইতিমধ্যে সুপ্রিম কোর্ট স্থগিত করেছে। তারপরও কোটা আন্দোলনকারীরা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করে দিয়ে অবরোধ করেছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (এমপি), বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক জে.এস জাফরুল্লাহ চৌধুরী, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, জেলা পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here