• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পঞ্চগড়ে ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জুলাই ২০২৪  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ে গত ২৭ ঘণ্টায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার সকাল ৯টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাত না থাকলেও কখনো হালকা মাঝারি ও মুষলধারায় বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনে কিছুটা স্থবিরতা দেখা গেছে। প্রয়োজনে অনেকেই ছাতা নিয়ে বের হচ্ছে। এদিকে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অন্যদিনের তুলনায় মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ করা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, তীব্র তাপদাহের পর জেলায় স্বস্তির বৃষ্টি হয়েছে। এদিকে গত শনিবার (৬ জুলাই) থেকে রোববার (৭ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে রোববার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত পরবর্তী ৩ ঘণ্টায় ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সর্বমোট গত ২৭ ঘণ্টায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  

তিনি আরো বরেন, এই বৃষ্টিপাত থাকতে পারে আরো কয়েকদিন।

Place your advertisement here
Place your advertisement here