• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

চা-বাগানেই হচ্ছে আমের চাষ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জুলাই ২০২৪  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ে সমতল জমির চা বাগানে চাষ হচ্ছে হাড়িভাঙ্গা, আম্রপালিসহ নানা জাতের আাম। চায়ের সঙ্গে সাথি ফল হিসেবে আম চাষ করে দ্বীগুণ লাভের মুখ দেখছেন চাষীরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব আম যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কৃষি বিভাগ বলছে, প্রকল্পের আওতায় এনে কৃষকদের অর্গানিক আম উৎপাদনে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। 

উত্তরের জেলা পঞ্চগড় সমতলের চায়ের রাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে অনেক আগেই। সমতলের মাটি চায়ের উপযোগী হওয়ায় দ্রুত বাড়ছে চা বাগানের সংখ্যা। চাষীরা এবার সমতলের চা বাগানে মিশ্র ফল হিসেবে হাড়িভাঙ্গা, আম্রপালি, ব্যানানা ম্যাংগোসহ নানা জাতের আমের বাগান গড়ে তুলেছেন। আর এসব আম উৎপাদিত হচ্ছে জৈব বালাইনাশক ব্যবহার করে অর্গানিক উপায়ে। 

জেলায় আম বাণিজ্যকে কেন্দ্র করে তৈরী হয়েছে উদ্যোক্তা। নানা উপায়ে ভোক্তা পর্যায়ে আম সরবরাহ করছে বেশকিছু প্রতিষ্ঠান।এসব আম বাগানে কাজ করে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেকের।  

কৃষকদের প্রকল্পের আওতায় এনে বিষমুক্ত আম উৎপাদনে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সমতলের চা বাগানে মিশ্র ফলের বাগান হিসেবে আমের চাষ আরও বাড়ানো গেলে চাষীরা আর্থিকভাবে দ্বিগুণ লাভবান হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Place your advertisement here
Place your advertisement here