• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

দিনাজপুরে নদ-নদীর পানি বাড়ছে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুলাই ২০২৪  

Find us in facebook

Find us in facebook

কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানি দিনাজপুরের বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। একটি নদীর পানি বিপৎসীমা পার হলেও অন্য নদীগুলোর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। বুধবার জেলার খানসামায় করতোয়া নদীর পানি বিপৎসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, দিনাজপুর শহর ও আশপাশে টানা বৃষ্টি হওয়ায় রাস্তাঘাটে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। নেমে এসেছে দুর্ভোগ।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, দিনাজপুরের বড় পাচঁটি নদীর পানি বেড়েছে। বুধবার খানসামায় করতোয়া নদীর পানি ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর বিপৎসীমা হচ্ছে ৪৩.৭০ মিটার। সকাল ৯টায় ভুষিরবন্দরে আত্রাই নদীর পানি ৩৭ দশমিক ১২ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর বিপৎসীমা ৩৯.১৫ মিটার। পুলহাটে পূনর্ভবা নদীর পানি ৩০ দশমিক ৮৫ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর বিপৎসীমা ৩৩.০৫ মিটার। ফুলবাড়ীতে ইছামতি/ছোট যমুনা নদীর পানি ২৭ দশমিক ৩৬ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর বিপৎসীমা ২৯.৫০ মিটার। কোদাল কাটগাওয়ে টাঙ্গন নদীর পানি ৩২ দশমিক ০২ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর বিপৎসীমা ৩৪ মিটার।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (পুর) সিদ্দিকুর জামান নয়ন জানান, কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানি দিনাজপুরের বিভিন্ন নদ-নদীর পানি মঙ্গলবারের তুলনায় বেড়েছে। বুধবার সকাল ৬টায় খানসামায় করতোয়া নদীর পানি ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।তবে মঙ্গলবারের তুলনায় টাঙ্গন নদীর পানি কমেছে। 

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. তোফাজ্জুর রহমান জানান, মঙ্গলবার সন্ধা পর্যন্ত দিনাজপুর জেলায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে উল্লেখ করেন তিনি।

Place your advertisement here
Place your advertisement here