• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

এক গ্রাম হেরোইন মামলায় যুবকের ৫ বছরের জেল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জুলাই ২০২৪  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটে ১.০২ গ্রাম হেরোইন মামলায় সাইফুল ইসলাম জনি (২৫) নামে এক যুবককে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

গতকাল সোমবার (১ জুলাই) বিকেলে লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ রায় দেন।

২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের  (ক) ধারায় এ সাজা দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত জনি লালমনিরহাটের শহীদ শাহজাহান কলোনির মতিয়ার রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ জুন লালমনিরহাটের শহীদ শাহজাহান কলোনির জনৈক ভবেশের দোকান এলাকায় জনির কাছ থেকে ১.০২ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

Place your advertisement here
Place your advertisement here