• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

দেবীগঞ্জে ৩ ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন ২৭ জুলাই

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

আগামী ২৭ জুলাই পঞ্চগড়ের দেবীগঞ্জে ৩ ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৭ জুন) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক পরিপত্রে সারাদেশের ১৯৫টি ইউনিয়ন পরিষদের শূন্য পদ পূরণে উপ-নির্বাচনের বিষয়টি জানানো হয়।

পরিপত্র থেকে জানা যায়, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ও চেংঠি হাজারাডাঙ্গা ইউনিয়নের ২টি সংরক্ষিত ওয়ার্ডে এবং পামুলী ইউনিয়নের একটি সাধারণ ওয়ার্ডে সদস্য পদ শূন্য হওয়ায় আগামী ২৭ এপ্রিল সংশ্লিষ্ট ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ৫ জুলাই। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ৮ জুলাই পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ৯ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ জুলাই। নির্বাচনের ভোটগ্রহণ হবে ২৭ জুলাই।

উপ-নির্বাচনের বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মো. আহ্সান হাবিব বলেন, সম্প্রতি দেবীগঞ্জ উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মারা গেছেন এবং একটি ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য পদত্যাগ করায় ৩ ইউনিয়নে ৩টি পদ শূন্য হয়েছে। 

তফসিল অনুযায়ী শূন্য ৩ পদে আগামী ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ চলবে।

Place your advertisement here
Place your advertisement here