• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পীরগঞ্জ পৌরসভার প্রায় ৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরে ৫৬ কোটি ৯২ লাখ ১২ হাজার ২১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১১টার দিকে পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক। ঘোষিত বাজেটে রাজস্ব রায় ধরা হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৫৫২ টাকা।

ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৫৫২ টাকা। উন্নয়নখাতে আয় ধরা হয়েছে ৫৩ কোটি ২৩ লাখ ৫৭ হাজার ৬৬২ টাকা। ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি ২৩ লাখ ৫৭ হাজার ৬৬২ টাকা। নতুন করে কোনো করারোপ করা হয়নি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক নুরুজ্জামান, উপজেলার আওয়ামীলীগ নেতা শাহজাহান আলী, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক দীপেন রায়, মোশারফ হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নূরজামান, পৌরসভার হিসাব রক্ষক রফিকুল ইসলাম, প্রধান সহকারী নূর মোহাম্মদ, পৌর কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি তোজাম্মেল হক প্রমুখ। 

এ সময় পৌরসভার কাউন্সিলর,কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here