• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

একসঙ্গে ২৯টি সাপ হত্যা, পরে জানা গেল ‘রাসেল ভাইপার নয়’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীর জলঢাকায় রাসেল ভাইপার ভেবে ২৮টি বাচ্চাসহ মা সাপ পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ জুন) উপজেলার কৈমারী ইউপির আলসিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রংপুর বন বিভাগের কর্মকর্তা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ জানান, মেরে ফেলা সাপটির নাম সাইবোল্ডের পাইন্না।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে কয়েকজন যুবক তিস্তা নদীতে গোসল করতে গিয়ে একটি সাপ দেখতে পান। পরে তারা আশপাশের লোকজনকে খবর দেন। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে বিষধর রাসেল ভাইপার ভেবে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। এ সময় সাপটির পেট থেকে ২৮টি বাচ্চা বের হলে বাচ্চাগুলোও মেরে ফেলেন তারা।

স্থানীয় ইউপি সদস্য হাফিজুল ইসলাম বলেন, স্থানীয়রা এটিকে বিষধর রাসেল ভাইপার সাপ ভেবে মেরে ফেলেছে। সাপটির পেটে ২৮টি বাচ্চা ছিল সেগুলোকেও মেরে ফেলেছে।

রংপুর বন বিভাগের কর্মকর্তা স্মৃতি সিংহ রায় বলেন, জলঢাকায় স্থানীয়রা বাচ্চাসহ যে সাপটিকে মেরে ফেলেছেন সেটি রাসেল ভাইপার নয়, এটি সাইবোল্ডের পাইন্না সাপ। এটি মৃদু বিষধর যা মানুষের জন্য ক্ষতিকর নয়। মেরে ফেলা সাপটির সঙ্গে রাসেল ভাইপারের কোনো সাদৃশ্য নেই।

Place your advertisement here
Place your advertisement here