• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রাণীশংকৈল ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

পায়ে হেঁটে পাশের গ্রাম বাবার বাড়ি যাচ্ছিল বৃদ্ধা ফাতেমা পিছন থেকে একটি সিমেন্ট ভর্তি ১০ চাকার ট্রাক সজোরে ধাক্কা দিলে ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয়ে মুখ মন্ডলসহ সমস্ত শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তার। আর বাবার বাড়ি যাওয়া হলো না তার। প্রথমে তাকে কেউ চিনতে পারেনি। পরে তার ছেলে এসে মায়ের হাত, পায়ের জুতা ও শাড়ি দেখে শনাক্ত করে সে তার মা।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-রাণীশংকৈল মহাসড়কের পুরাতন সেন্টার নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম উপজেলার গোগর মাঝাটলা গ্রামের আজিজুর হমানের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকের চালক পাবনা জেলার আমিনপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের সন্তেষ শেখের ছেলে ওসমান আলী। সে প্রিমিয়ার সিমেন্ট ভর্তি ট্রাক নিয়ে রাণীশংকৈল যাওয়ার পথে পুরাতন সেন্টার নামক স্থানে পথচারী ফাতেমা বেগমকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে সামনের চাকায় পিষ্ট হয়ে ফাতেমার মুখ মন্ডলসহ দেহ খণ্ড-বিখণ্ড হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘাতক ট্রাক ও চালককে আটক করেন।

নিহতের ছেলে কালাম বলেন, আমার মা আজ দুপুরে পায়ে হেঁটে পাশের গ্রাম সহোদর নানী বাড়ি যাচ্ছিল। এ বিষয়ে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চালকসহ ঘাতক ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।

Place your advertisement here
Place your advertisement here