• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

উদ্বোধনের ৭ মাসেও চালু হয়নি মডেল মসজিদ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

নামাজ আদায়ের পাশাপাশি, মসজিদ হবে গবেষণা, ইসলামী সংস্কৃতি ও জ্ঞানচর্চার কেন্দ্র। হারিয়ে যাওয়া ইসলামের চিরায়ত এই ঐতিহ্যকে ধারণ করে দেশের বিভিন্ন জেলা-উপজেলার ন্যায় ঠাকুরগাঁওয়েও মডেল মসজিদ স্থাপন করা হয়েছে।

গত বছরের ৩০ অক্টোবর জেলা মডেল মসজিদের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে জেলা মডেল মসজিদের উদ্বোধনের ৭ মাস হলেও এখন চালু হয়নি মসজিদটি৷

সরেজমিন দেখা যায়, মসজিদের বিভিন্ন জায়গায় টাইলস লাগানো, পলেস্তারাসহ নানা রকম ফিটিংয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রি ও শ্রমিকরা। মূল সিঁড়িসহ বিভিন্ন জায়গায় রয়েছে বালুর স্তুপ। দিনভর কর্মযজ্ঞে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

স্থানীয় ব্যবসায়ী হাসান রায়হান বলেন, অনেকদিন আগে মসজিদ উদ্বোধন করা হয়েছে শুনেছি অথচ এখনো কাজ শেষ হয়নি। কাজ শেষ না হয়েও উদ্বোধন কীভাবে করা হল তা আমার বুঝে আসে না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি করা উচিত৷

বশিরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন বলেন, সৌন্দর্য বর্ধিত একটি মসজিদে নামাজ পড়ার আগ্রহ সব মুসল্লিদের থাকে৷ জেলা মডেল মসজিদ উদ্বোধন করার এতদিন পরেও কাজ শেষ হয়নি। বিষয়টি নিয়ে আমরা মর্মাহত। খুব দ্রুত এটি চালু করা উচিত৷

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল এহসান রিপন বলেন, প্রায় সাড়ে ছয় মাস আগে উদ্বোধন হয়ে যাওয়া সত্বেও মসজিদের কাজ শেষ হয়নি। প্রধানমন্ত্রী যে কাজটি নিজে উদ্বোধন করলেন এটিতে এত অলসতা কাম্য নয়। ঠিকাদার কেন দেরি করছেন এ বিষয়টিতে গুরুত্ব দেওয়া উচিত৷

ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী তোহিদুজ্জামান বলেন, গত বছর মসজিদটি উদ্বোধন করা হয়েছে। আরো দু মাসের মতো সময় লাগবে কাজ শেষ হতে। ঠিকাদার কাজ দেরিতে শুরু করেছেন বলে এমনটা হয়েছে৷

Place your advertisement here
Place your advertisement here