• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

রংপুরে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪ পালিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বিশ্ব দুগ্ধ দিবস-২০২৪ উপলক্ষে “বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য” এই শ্লোগানকে মনে ধারণ করে রংপুর জেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১লা জুন) রংপুর জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় রংপুর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন পুলিশেন এডিসি ক্রাইম উৎপল কুমার রায়সহ রংপুরের বিভিন্ন খামারী সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসন ও রংপুরের কর্মরত প্রাণি সম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারি ছাড়াও রংপুর খামারী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারন খামারীরা উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here