• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

দাসিয়ারছড়া পরিদর্শনে প্রধান বিচারপতি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মে ২০২৪  

Find us in facebook

Find us in facebook

প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান দাসিয়ারছড়ায় পরিদর্শনে এসেছেন। এসময় তার স্ত্রীসহ বিচার বিভাগ ও জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা সঙ্গে ছিলেন।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় প্রবেশ করে রিসোর্স সেন্টারে স্থানীয় প্রশাসন, বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার জনগণ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার মানুষের অতীত ইতিহাস জানতে চাইলে ছিটমহল আন্দোলনের সাবেক নেতা গোলাম মোস্তফা খান বিস্তারিত ভাবে উপস্থাপন করেন। বিশেষ করে তিনি ছিটমহলে বসবাসকারী জনসাধারনের জীবনমান সম্পর্কে অবগত হন।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের দায়রা জজ আলমগীর হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, জেলা বার কাউন্সিল সভাপতি এ্যাডভোকেট মোঃ খোরশেদ আলম, সাবেক সভাপতি মোঃ মুসা মিয়া, এ্যাডভোকেট ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব নীলু, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রানকৃঞ্চ দেবনাথ, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, ছিটমহল আন্দোলনের নেতা গোলাম মোস্তফা খান, আলতাফ হোসেন প্রমূখ।

Place your advertisement here
Place your advertisement here