• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

গাইবান্ধায় বিশ্ব মেডিটেশন দিবস পালিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মে ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ- এই পতিপাদ্য নিয়ে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। বুধবার ভোর ৫টা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনের সকল সদ্য ও সাধারণ বিভিন্ন পেশার মানুষ মেডিটেশন দিবস পালন করার জন্য আসা শুরু করেন।

গাইবান্ধা সেলের আর্ডেন্টিয়ার ফারুক হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে ভোর ৬টায় মেডিটেশন দিবস উদযাপন শুরু হয়। দিবসটি উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন গাইবান্ধা সেল আয়োজন করে একটি বিশেষ সেশন। এক ঘন্টাব্যাপী এ প্রোগ্রামে কোয়ান্টাম ফাউন্ডেশন'র মহাপরিচালক মাদাম নাহাল আল বোখারীর অডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বাণী শোনানো হয়। পরে প্রাণায়াম চর্চা করানো হয়। 

অনুষ্ঠানে সকল শ্রেণী ও সকল পেশার অর্ধশতাধিক মানুষ অংশ গ্রহণ করেন। এরপর শামসুজ্জোহা মিয়ার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বিশ্ব মেডিটেশন দিবসের সমাপনী ঘোষণা করা হয়। আয়োজকরা আরো উল্লেখ করেন, নিয়মিত মেডিটেশন করলে সুস্থ দেহ প্রশান্ত মন, কর্ম ব্যস্ত সুখী জীবন উপভোগ করা যায়।

Place your advertisement here
Place your advertisement here