• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রংপুরে জমে উঠেছে তালের হাট

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মে ২০২৪  

Find us in facebook

Find us in facebook

কয়েকদিন বিরতির পরে আবার শুরু হয়েছে দাবদাহ। জনজীবনে হাঁসফাঁস দশা। এই অবস্থায় রংপুরে তালের হাটের বেচা-কেনা জমে উঠেছে।  জ্যৈষ্ঠ এই গরমে অনেকেই তালশাঁস খেয়ে স্বস্তির পাওয়ার চেষ্টা করছেন। 

রংপুর নগরীর সুরভি উদ্যানের সামনে, ওরিয়েন্টাল হলের গলিসহ কয়েকটি স্থানে পাইকারি তাল বিক্রির ধুম পড়েছে। পাইকারি বাজার থেকে তাল কিনে পাড়া-মহল্লার মোড়ে মোড়ে খুচরা ব্যবসায়ীরা তাল বিক্রি করছেন। এক মাসের এই ফলটি চাহিদা এখন অন্য সব ফলের চেয়ে বেশি।

পাইকারি তাল ব্যবসায়ী আনিছুর রহমান, মাসুম মিয়া ও আলম মিয়া জানালেন, তারা বাগেরহাট জেলা থেকে এইসব তাল এনেছেন। একশ’ তালের দাম পড়েছে ৮০০ থেকে ৯০০ টাকা। বাগেরহাট থেকে ট্রাকযোগে তাল আনতে ট্রাক ভাড়া পড়ে ২৪ হাজার টাকা। সেই হিসেবে ট্রাক ভাড়া বাবদ  প্রতি পিস তালের দাম বেড়ে যায় ৩ টাকা। পাইকারি একশ’ তাল বিক্রি হয় এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ টাকা। প্রতিটি তালে তিনটি শাঁস থাকে। খুচরা বিক্রেতারা প্রতিটি শাঁস ১০ টাকা করে বিক্রি করছেন। 

খুচরা বিক্রেতা হালিম মিয়া বলেন, গরমে তালের শাঁস ভালো বিক্রি হচ্ছে। 

Place your advertisement here
Place your advertisement here