• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

নির্বাচনী প্রচারণায় জীবন্ত ঘোড়া আনায় প্রার্থীকে জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মে ২০২৪  

Find us in facebook

Find us in facebook

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে নীলফামারী সৈয়দপুর উপজেলায় নির্বাচনী প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেল ৪টায় সৈয়দপুর শহরের শহীদ তুলসীরাম সড়কে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা চালানোর সময় এ জরিমানা করেন সহকারী কমিশনার(ভূমি) আমিনুল ইসলাম। এ সময় জরিমানার টাকা দিতে না পারায় ফয়সাল দিদার দিপুকে সৈয়দপুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

জানা যায়, প্রতীক বরাদ্দের পর ফয়সাল দিদার দিপু জীবন্ত ঘোড়া দিয়ে শহরের বিভিন্ন প্রান্তে প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করে আসছেন। এমন আচরণবিধি লঙ্ঘনমূলক প্রচারণা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট আমিনুল ইসলামের নজরে আসলে এ জরিমানা করেন।  

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু এই জরিমানাকে আক্রোশমূলক দাবি করে বলেন, আমাকে বিধি মোতাবেক জরিমানা করা হয়নি।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, আগামী ২১ মে অনুষ্ঠিত হবে সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থী, কর্মী  কিংবা কোনো প্রার্থীর সমর্থক আচরণবিধি লঙ্ঘন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ঘোড়া প্রতীকের প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করে সতর্ক করে সব প্রার্থীকে সতর্ক করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আর যেন কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন না করেন।

Place your advertisement here
Place your advertisement here